IPL-এর চুক্তিবাবদ কোনও টাকা পাবেন না মুস্তাফিজুর বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দলে নিতে পারবে না কলকাতা নাইট রাইডার্স। তাঁকে ৯.২০ কোটি টাকার বিনিময়ে কিনলেও BCCI-এর সিদ্ধান্তের জেরে পিছু হটতে হয়েছে শাহরুখ খানকে। যদিও এই চুক্তি বাতিলে বাংলাদেশি পেশারের কোনও ভূমিকা ছিল না। তাহলে কি তিনি চুক্তি মোতাবেক টাকা পাবেন বা কোনও ক্ষতিপূরণ? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।
সূত্রের খবর, মুস্তাফিজুর কোনও টাকা পাবেন না। কারণ, এই রকম পরিস্থিতিতে ইনস্যুরেন্স দেওয়ার সম্ভাবনা কম। কোনও ক্রিকেটার আহত হলে তাঁকে ক্ষতিপূরণ দেওয়া হয়। এক্ষেত্রে সেই সম্ভাবনা ক্ষীণ।
সংবাদসংস্থা PTI একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, 'সমস্ত IPL খেলোয়াড়ের বেতনের ইনস্যুরেন্স করা থাকে। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। তাঁরা টিমের ক্যাম্পে যোগ দিলে বা আহত হলে টাকা পেয়ে যান। সাধারণত ৫০ শতাংশ ইনস্যুরেন্সের টাকা মিটিয়ে দেওয়া হয়। সেহেতু খেলোয়াড়দের লোকসানের মুখে পড়তে হয় না।'
মুস্তাফিজুর যেহেতু আহত নন বা ক্যাম্পে যোগ দেওয়ার মতো অবস্থা তৈরিই হয়নি, সেহেতু তাঁর টাকা পাওয়ার সম্ভাবনা নেই। কারণ, তিনি খেলতে পারছেন না ক্রিকেটীয় কারণে নয়। অন্য কারণে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের স্পিডস্টারকে টাকা দিতে চুক্তিবদ্ধ নয়।
সূত্রকে উদ্ধৃত করে PTI জানিয়েছে, 'মুস্তাফিজুরের এখন আইনি পথ গ্রহণ করা ছাড়া অন্য কোনও উপায় নেই। IPL-ও ভারতীয় আইনের এক্তিয়ারের মধ্যে পড়ে।'
যদিও ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, মুস্তাফিজুর আইনি পথে হাঁটবেন না। কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পাকিস্তানের মতো খারাপ নয়। ফলে পরিস্থিতি বদলাতে পারে। সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে ফের ভারতে খেলার সুযোগ পেতে পারেন বাংলাদেশি ক্রিকেটাররা। তাই এখন কোর্ট-কাছারি করে অবস্থা আরও বিগড়াতে চাইবেন না মুস্তাফিজুররা।
এদিকে মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে বিসিসিআই-এর উপর ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন টি টুয়েন্টি বিশ্বকাপে তারা ভারতের মাটিকে ম্যাচ খেলতে চায় না বলে সাফ জানিয়ে দিয়েছে। এমনকী সেই দেশে IPL সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে মহম্মদ ইউনূসের সরকার।