Netherlands Beat Scotland Cricket World Cup 2023: ফুটবলের পর এবার ক্রিকেটের বিশ্বকাপের মূলপর্বে এই দেশ, মিলল সুযোগ

Netherlands Beat Scotland Cricket World Cup 2023: ফুটবলে তাঁরা বরাবরই বড় নাম। শেষবার বিশ্বকাপেও তাঁদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। এবার সেই দেশ ক্রিকেটের বিশ্বকাপেও জায়গা করে নিল। যদিও এবারই প্রথম নয়। আগেও তারা বিশ্বকাপ ক্রিকেটে খেলেছে। তবে মাঝে অনেকগুলি বিশ্বকাপে তারা জায়গা করে নিতে পারেনি। ফলে দীর্ঘদিন পর বিশ্বকাপের মূলপর্বে সুযোগ করে নিতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা।

Advertisement
ফুটবলের পর এবার ক্রিকেটের বিশ্বকাপের মূলপর্বে এই দেশ, মিলল সুযোগফুটবলের পর এবার ক্রিকেটের বিশ্বকাপ কাঁপাবে এই দেশ, মিলল সুযোগ
হাইলাইটস
  • ফুটবলের পর এবার ক্রিকেট
  • বিশ্বকাপ কাঁপাবে এই দেশ
  • স্কটল্যান্ডকে হারিয়ে নেদারল্যান্ড মূলপর্বে

Netherlands Beat Scotland Cricket World Cup 2023: ফুটবলে তাঁরা বরাবরই বড় নাম। শেষবার বিশ্বকাপেও তাঁদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। এবার সেই দেশ ক্রিকেটের বিশ্বকাপেও জায়গা করে নিল। যদিও এবারই প্রথম নয়। আগেও তারা বিশ্বকাপ ক্রিকেটে খেলেছে। তবে মাঝে অনেকগুলি বিশ্বকাপে তারা জায়গা করে নিতে পারেনি। ফলে দীর্ঘদিন পর বিশ্বকাপের মূলপর্বে সুযোগ করে নিতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা।

স্কটল্যান্ড জিম্বাবুয়েকে হারানোর পরও ডাচদের সামনে সমীকরণ ছিল বেশ কঠিন। স্কটিশদের শুধু হারালেই চলবে না, জিততে হতো ৪৪ ওভারের মধ্যে। এমন ম্যাচে স্কট অ্যাডওয়ার্ডসের দলের লক্ষ্য ২৭৮ রানের। বাস ডি লিডার দুর্দান্ত সেঞ্চুরিতে সেই লক্ষ্যটা ৭ বল আগেই পেরিয়ে গেল নেদারল্যান্ডস। আর তাতে ১২ বছর পর বিশ্বসেরা মঞ্চে জায়গা করে নিল ডাচরা। বৃহস্পতিবার ৬ জুলাই জিম্বাবোয়ের বুলাওয়েতে সুপার সিক্সের শেষ ম্যাচে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিতের ম্যাচে স্কটল্যান্ডকে ৪৩ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়েছে ডাচরা।  

ম্যাকমালেনের সেঞ্চরি

টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে স্কটল্যান্ড। প্রথম ওভারে ম্যাথিউ ক্রস আউট হলেও ধাক্কা সামলে ৪৫ রানের জুটি গড়েন ক্রিস্টোফার ম্যাকব্রাইড ও ব্রেন্ডন ম্যাকমালেন। ব্যক্তিগত ৩২ রানে ম্যাকব্রাইড ফিরলে দ্রুত ফিরে যান জর্জ মানসিও।
 চতুর্থ উইকেটে হাল ধরেন ম্যাকমালেন এবং রিচি বেরিংটন। দুজনের ১৩৫ বলে ১৩৭ রানে জুটিতেই বড় সংগ্রহের ভিত গড়ে স্কটল্যান্ড। ১১০ বলে ১০৬ রানের সেঞ্চুরি করেন অলরাউন্ডার ম্যাকমালেন। তবে শেষদিকে ডি লিডার ব্যাটে ৩০০ রানের গণ্ডি পেরোতে পারেনি স্কটিশরা। টমাস ম্যাকিনটশের ২৮ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংসে ৯ উইকেটে ২৭৭ রান সংগ্রহ করে বেরিংটনের দল।
 
৬৫ রানের জুটিতে নেদারল্যান্ডসকে জয়ের ভিত গড়ে দেন বিক্রমজিৎ সিং ও ম্যাক্স ও’দাউদ। তবে দলীয় ৭২ রানের মধ্যে ফিরে যান এ দুজন। ডি লিডা এক প্রান্ত  আগলে রাখলেও অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়ায় কিছুটা চাপে ছিল নেদারল্যান্ডস। ১৬৩ রানে ৫ উইকেট হারানো ডাচদের জন্য বাছাইয়ের সমীকরণটা বেশ কঠিন হয়ে যায় অধিনায়ক স্কট অ্যাওয়ার্ডসের বিদায়ে। তবে দুর্দান্ত ব্যাটিংয়ে তখনও নেদার‌ল্যান্ডসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ডি লিডা।  বিশ্বকাপ খেলতে শেষ ২৪ বলে ডাচদের প্রয়োজন ছিল ৪৫ রান। সমীকরণ যখন খানিকটা শঙ্কা তৈরি করছিল তখন মার্ক ওয়াটের ওপর চড়াও হন ডি লিডা ও সাকিব জুলফিকার।  
 
তিন ছক্কায় ওয়াটের সেই ওভার থেকে আসে ২২ রান। ম্যাচ তখন নেদার‌ল্যান্ডসের পক্ষেই। সেটা আরও সহজ হয়েছে পরের ওভারে বোলিং করা ম্যাকমালেন দুই ছক্কায় ২০ রান দিলে। দুই ওভারে যখন তিন রান দরকার তখন ডি লিডা রান আউট হলেও সহজেই লক্ষ্য পেরিয়ে যায় ডাচরা। আর সঙ্গে সঙ্গে বিশ্বকাপে জায়গা পাওয়ার উল্লাসে ফেটে পড়ে অ্যাওয়ার্ডসের দল। 

Advertisement



 

POST A COMMENT
Advertisement