রবিবার ম্যাচ জেতার পর পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে হ্যান্ডশেক করেনি ভারতীয় ক্রিকেট দল। তা নিয়ে মাথাচাড়া দিয়েছে বিতর্ক। ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞদের বেশিরভাগই জনই টিম সূর্যকুমার যাদবের এই সিদ্ধান্তের সমর্থন করেছেন। তবে রাগে ফুঁসছে পাকিস্তান। সেই দেশের প্রাক্তন ক্রিকেটারদের একাংশ ভারতের হাত না মেলানোর সিদ্ধান্তের সমালোচনা করেছে।
ভারতের এই আচরণের বিরোধিতা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে পাকিস্তান অভিযোগ জানিয়েছে বলেও শোনা যাচ্ছে। অনেকের প্রশ্ন, তাহলে কি টিম ইন্ডিয়াকে শাস্তির মুখে পড়তে হবে? তাদের কি জরিমানা দিতে হবে? ICC র নিয়ম কী বলছে?
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ICC র নিয়মে হ্যান্ডশেকের কোনও উল্লেখ নেই। তাই সূর্যদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে, সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আসলে খেলা শুরু হওয়ার আগে ও পরে আম্পায়ার এবং খেলোয়াড়রা হ্যান্ডশেক করেন। সেটা সৎভাব বজায় রাখার জন্য। ফলে কেউ যদি হ্যান্ডশেক না করেন তাহলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে না।
আবার নিয়ম এও বলছে, যদি খেলোয়াড়রা ইচ্ছাকৃতভাবে হ্যান্ডশেক না করেন তাহলে তা ক্রিকেটীয় ভাবনার বিরুদ্ধাচারণ বলে ভাবা হতে পারে। ICC আচরণবিধির ধারা 2.1.8 অনুসারে, এই ধরনের আচরণের জন্য খেলোয়াড়কে সতর্ক করা হতে পারে। হতে পারে জরিমানাও।
আবার ক্রিকেট বিশেষজ্ঞরা এও বলছেন, ভারতের জন্য জরিমানা হয় তা হলে পাকিস্তানেরও হওয়া উচিত। কারণ, ম্যাচ হারার পর পাকিস্তান টিম অনুষ্ঠান মঞ্চে আসেনি। বয়কটের পথে হেঁটেছিলেন সলমন আগা।
হ্যান্ডশেক বিতর্কে ভারতের সমালোচনা করেছেন পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন শোয়েব আখতার ও রশিদ লতিফের মতো প্রাক্তন ক্রিকেটার। শোয়েব এই ইস্যুতে বলেন, 'অবাক হয়েছি খুব। হতাশাজনকষ জেতার জন্য ভারতকে অভিনন্দন। তবে খেলাটা রাজনৈতিক নয়, সেটা মাথায় রাখা দরকার। হ্যান্ডশেক তো পরম্পরা। তাই ভদ্রতা প্রত্যাশিত। তা না করে ঝামেলা বাড়ানো উচিত নয়।'