scorecardresearch
 

World Cup 2023: বিশ্বকাপে স্পিনিং ট্র্যাকের ভয়ে কাঁপছে পাকিস্তান, ভারতে এসেই বড় দাবি করে বসলেন

World Cup 2023: হায়দ্রাবাদ পৌঁছানোর পর পাকিস্তানি খেলোয়াড়রা শুক্রবার থেকে প্র্যাকটিস শুরু করেছেন। পাকিস্তান ২৯ সেপ্টেম্বর হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলবে। এরপর তাদের নিজেদের দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ ৩ অক্টোবর হায়দ্রাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা রয়েছে। ওয়ার্ল্ড কাপে পাকিস্তান দল নিজেদের অভিযান শুরু করবে ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এরপর ১০ অক্টোবর শ্রীলংকার সঙ্গে তারা খেলবে। পাকিস্তান দলের এই দুটি ম্যাচই হায়দ্রাবাদে রয়েছে।

Advertisement
স্পিনিং ট্র্যাকের ভয়ে কাঁপছে পাকিস্তান, ভারতে এসেই বড় দাবি করে বসলেন স্পিনিং ট্র্যাকের ভয়ে কাঁপছে পাকিস্তান, ভারতে এসেই বড় দাবি করে বসলেন
হাইলাইটস
  • স্পিনিং ট্র্যাকের ভয়ে কাঁপছে পাকিস্তান
  • ভারতে এসেই বড় দাবি করে বসলেন

World Cup 2023: আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩-এ অংশ নিতে বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট দল ২৭ সেপ্টেম্বর ভারতের হায়দ্রাবাদে পৌঁছে গিয়েছে। দুজন ক্রিকেটার ছাড়া বাকি সবাই প্রথমবার ভারতে এসেছেন। এর আগে মহম্মদ নাওয়াজ এবং আগা সালমান একমাত্র ভারতে এসেছিলেন। ক্যাপ্টেন বাবর আজম থেকে শুরু করে বাকি সবাই প্রথমবার ভারতে এসেছেন।

হায়দ্রাবাদ পৌঁছানোর পর পাকিস্তানি খেলোয়াড়রা শুক্রবার থেকে প্র্যাকটিস শুরু করেছেন। পাকিস্তান ২৯ সেপ্টেম্বর হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলবে। এরপর তাদের নিজেদের দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ ৩ অক্টোবর হায়দ্রাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা রয়েছে। ওয়ার্ল্ড কাপে পাকিস্তান দল নিজেদের অভিযান শুরু করবে ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এরপর ১০ অক্টোবর শ্রীলংকার সঙ্গে তারা খেলবে। পাকিস্তান দলের এই দুটি ম্যাচই হায়দ্রাবাদে রয়েছে।

এরই মধ্যে ট্রেনিংয়ের জন্য পাকিস্তানি টিম প্র্যাকটিস এর জন্য টপ ক্লাস স্পিনার ডিমান্ড করেছে। সঙ্গে পাকিস্তান টিমের প্র্যাকটিসে জন্য বেশি পিচ দেওয়ার দাবিও জানানো হয়েছে। পাকিস্তান খেলোয়াড়রা স্পিনারদের বিরুদ্ধে বেশি প্র্যাকটিস করতে চাইছে। কারণ ভারতীয় পিচে স্পিনাররা বেশি সাহায্য পাবে। হায়দ্রাবাদের ময়দানও এ থেকে আলাদা হবে না। এখানে পাকিস্তান দল শুধু দুটি ম্যাচ খেলবে। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে প্র্যাকটিসের জন্য ৭ টা করে পিচ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

পাকিস্তান

ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন হতে চলেছে যখন পুরো ওয়ার্ল্ড কাপ ভারতে খেলা হবে। এর আগে ১৯৮৭ - ১৯৯৬ এবং ২০১১ তে ওয়ান ডে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সংযুক্তভাবে আয়োজন করা হয়েছিল। এর পুরো টুর্নামেন্ট ৪৬ দিন ধরে হবে। ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ ৫ অক্টোবর আমেদাবাদে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে খেলা দিয়ে শুরু হবে। সেখানে ভারতীয় দল নিজেদের প্রথম ম্যাচ 8 অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইতে খেলবে। ফাইনাল ১৯ নভেম্বর আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হবে।

Advertisement

এই দুটি শহরে খেলা হবে সেমিফাইনাল

ওয়ার্ল্ড কাপের সময় ১০ টিম রাউন্ড রবিন লিগে একজন আরেকজনের সঙ্গে খেলবে। যার মধ্যে ৪৫টি ম্যাচ হবে। প্রত্যেক দল রাউন্ড রবিন লিগে অন্যান্য টিমের সঙ্গে খেলবে। যার মধ্যে শীর্ষে থাকা চারটি দল সেমিফাইনালে নকআউট খেলবে। প্রথম সেমিফাইনাল ১৫ ই নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং দ্বিতীয় সেমিফাইনাল ১৬ নভেম্বর কলকাতায় ইডেন গার্ডেন্সে খেলা হবে। যদি ভারত সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে, তাহলে তারা মুম্বাইতে খেলবে।

 

Advertisement