Pakistan T20 World Cup: বাংলাদেশের পাশে দাঁড়ানোর নাটক! নিজেরা দল ঘোষণা করে দিল পাকিস্তান

বাংলাদেশ খেলবে না। তাতে পূর্ণ সমর্থন। তবে নিজেরা মাঠে নামবে বলে জানাল পাকিস্তান। ICC T-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। রবিবার সকালে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিক বৈঠক করে PCB। সেখানেই ১৫ সদস্যের পাকিস্তান টিম ঘোষণা করা হয়।

Advertisement
বাংলাদেশের পাশে দাঁড়ানোর নাটক! নিজেরা দল ঘোষণা করে দিল পাকিস্তানপাকিস্তানের এই দ্বিচারিতা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে চর্চা তুঙ্গে।
হাইলাইটস
  • ICC T-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
  • রবিবার সকালে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিক বৈঠক করে PCB।
  • বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান না খেলার সিদ্ধান্ত নিলে তাতে হিতে বিপরীত হত।

বাংলাদেশ খেলবে না। তাতে পূর্ণ সমর্থন। তবে নিজেরা মাঠে নামবে বলে জানাল পাকিস্তান। ICC T-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। রবিবার সকালে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিক বৈঠক করে PCB। সেখানেই ১৫ সদস্যের পাকিস্তান টিম ঘোষণা করা হয়। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান না খেলার সিদ্ধান্ত নিলে তাতে হিতে বিপরীত হত। ICC-র শাস্তির মুখে পড়তে হত। সেই কারণেই বাংলাদেশকে না খেলায় উৎসাহ দিলেও নিজেরা খেলতে রাজি পাকিস্তান। বলাই বাহুল্য, পাকিস্তানের এই দ্বিচারিতা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে চর্চা তুঙ্গে।

ICC-র সূচি অনুযায়ী, পাকিস্তান রয়েছে গ্রুপ এ-তে। আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম ম্যাচ। এদিন সাংবাদিক বৈঠকে ছিলেন পিসিবি-র হাই পারফরম্যান্স ডিরেক্টর ও জাতীয় নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ, টি-টোয়েন্টি ক্যাপ্টেন সলমন আলি আগা এবং টেস্ট ক্রিকেটের হেড কোচ মাইকেল জেমস হেসন।

পাকিস্তানের T20 ওয়ার্ল্ড কাপের টিম 
সলমন আলি আগা(অধিনায়ক), ফাহিম আশরাফ, খোয়াজা মহম্মদ নাফে, মহম্মদ সলমন মির্জা, সাহিবজাদা ফরহান এবং উসমান তারিক, বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, নাসিম শাহ, ফখর জামান, সাইম আয়ুব, মহম্মদ নওয়াজ, আবরার আহমেদ এবং উসমান খান।

T20 ওয়ার্ল্ড কাপের সূচি
মোট ২০টি দল খেলবে। সুপার এইট ও নকআউট পর্বের আগে প্রত্যেক দল চারটি করে গ্রুপ ম্যাচ খেলবে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত টূর্নামেন্ট চলবে। তার আগে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ২৯ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি লাহোরে সেই ম্যাচগুলি হবে। রবিবার থেকেই তার প্র্যাকটিস সেশন শুরু হয়ে গিয়েছে। 

ক্রিকেটীয় রাজনীতি
সম্প্রতি বাংলাদেশ ভারতে খেলতে আসা নিয়ে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করে। বাংলাদেশের সেই অজুহাতে পাশে দাঁড়ায় পাকিস্তানও। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করে। এরপর ICC-র কাছে ভেন্যু পরিবর্তনের দাবি তোলে। সেই দাবিতে সমর্থন জানায় পাকিস্তানের ক্রিকেট বোর্ড।

Advertisement

এই সব টানাপোড়েনের মাঝেই শেষ পর্যন্ত ICC বাংলাদেশকে টুর্নামেন্টের লাইন-আপ থেকেই বাদ দিয়ে দেয়।

এহেন প্রেক্ষাপটে PCB চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছিলেন, 'পাকিস্তান খেলবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে।' কিন্তু সমস্ত জল্পনার মাঝেই দল ঘোষণা করে দিল পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন, এই গোটা বিষয়টিতে একটি বিষয় স্পষ্ট, আন্তর্জাতিক স্তরে বেশ চাপের মুখে পাকিস্তান। আর সেই কারণেই 'খেলব না' বলার সাহস হয়নি পাকিস্তানের।

সূত্রের খবর, যদি পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে দাঁড়াত, তা হলে আইসিসি কড়া নিষেধাজ্ঞা চাপাতে পারত। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, সেক্ষেত্রে পাকিস্তানের সমস্ত রকম দ্বিপাক্ষিক সিরিজ খেলা বন্ধ করে দিতে পারত ICC। এর পাশাপাশি, PSL-এ বিদেশি ক্রিকেটারদের জন্য নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ায় বন্ধ হয়ে যেতে পারত। এমনকি এশিয়া কাপ থেকেও পাকিস্তানকে বাদ দিয়ে দিতে পারত ICC। ফলে 'বন্ধু' বাংলাদেশকে সাপোর্ট করলেও এত বড় ঝুঁকি নিতে পারেনি পাকিস্তান।

এক দিকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর বার্তা, অন্য দিকে নিজেদের স্বার্থ রক্ষা; রীতিমতো দ্বিচারিতার অবস্থানই নিতে হল পাকিস্তানকে। বাংলাদেশকে কূটনৈতিক সমর্থন থাকলেও বিশ্ব ক্রিকেটে নিজেদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলতে নারাজ পিসিবি। সেই বাস্তবই প্রতিফলিত হল তাদের এই সিদ্ধান্তে।

POST A COMMENT
Advertisement