ফের পাকিস্তানের কাঁদুনি শুরুটি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কিন্তু এরমধ্যেই পাকিস্তানের কাঁদুনি শুরু। ২০২৬ টি-টুয়েন্টি ওয়ার্ল্ড কাপের একটি প্রচারের পোস্ট নিয়ে ICC-র দ্বারস্থ হল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ওই পোস্টারে পাকিস্তানের অধিনায়ক সলমান আলি আগার ছবি না থাকার বিষয়ে আপত্তি জানিয়েছে PCB। বিষয়টি নিয়ে আইসিসি-র কাছে আনুষ্ঠানিকভাবে অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
PCB-র একটি সূত্রের দাবি, ওই পোস্টারে ৫ জন অধিনায়ককে জায়গা দেওয়া হয়েছে। এরা হল সূর্যকুমার যাদব (ভারত), এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), দাসুন শানাকা (শ্রীলঙ্কা) এবং হ্যারি ব্রুক (ইংল্যান্ড)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি, পাকিস্তানের মতো একটা বড় ক্রিকেট দলের অধিনায়কেরও ওই পোস্টারে জায়গা পাওয়া উচিত ছিল। কারণ ক্রিকেট খেলীয় দেশ হিসেবে পাকিস্তানের যথেষ্ট সুনাম রয়েছে।
পিসিবি সূত্রে খবর, এশিয়া কাপের সময়ও একই রকম পরিস্থিতি তৈরি করা হয়েছিল। সেই সময়ও সম্প্রচারকেরা পাকিস্তানি অধিনায়ককে প্রচারের পোস্টারে জায়গা দেয়নি। পরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হস্তক্ষেপে বিষয়টি মিটে যায়। পোস্টারে বসানো হয় পাক অধিনায়কের ছবি। কিন্তু আবার এমনই বিষয়টি হল। এটা বারেবারে হওয়া পাকিস্তানের জন্যও যথেষ্ট উদ্বেগজনক।
পাকিস্তান কিন্তু সেরা ৫ দলের মধ্যে নেই
পাকিস্তান নিজেদেরকে যতই বড় দল বলুক না কেন, আসল বিষয় হল, পাকিস্তান টিম কিন্তু বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে প্রথম পাঁচের মধ্যে নেই। কিন্তু PCB বিশ্বাস করে, ক্রিকেট বিশ্বে পাকিস্তানের শক্তিশালী অবস্থান রয়েছে। বিশ্বব্যাপী টুর্নামেন্টগুলিতে তাদের ব্যাপক ফ্যান ফলোয়িংও রয়েছে। ফলে পাক ক্রিকেট বোর্ডের আশা, ICC বিষয়টি বিবেচনা করবে এবং বিজ্ঞাপনের ছবিগুলিতে অন্য অধিনায়কদের সঙ্গে পাকিস্তানি অধিনায়কের নাম-ছবিও যোগ করা হবে।