Asia Cup 2025: ভারতের সঙ্গে হেরে বড় ধাক্কা পাকিস্তান ক্রিকেটের, সাসপেন্ড খোদ ডিরেক্টর

২০২৫ সালের এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে সাত উইকেটে হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) তাদের আন্তর্জাতিক ক্রিকেট অপারেশন্স ডিরেক্টর উসমান ওয়াহলাকে বরখাস্ত করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুসারে, ম্যাচ চলাকালীন করমর্দন বিতর্কে 'সময়োপযোগী ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার' জন্য মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড ওয়াহলার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

Advertisement
ভারতের সঙ্গে হেরে বড় ধাক্কা পাকিস্তান ক্রিকেটের, সাসপেন্ড খোদ ডিরেক্টরপাকিস্তান দল

২০২৫ সালের এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে সাত উইকেটে হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) তাদের আন্তর্জাতিক ক্রিকেট অপারেশন্স ডিরেক্টর উসমান ওয়াহলাকে বরখাস্ত করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুসারে, ম্যাচ চলাকালীন করমর্দন বিতর্কে 'সময়োপযোগী ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার' জন্য মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড ওয়াহলার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

রবিবার অনুষ্ঠিত এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে সাত উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছিল পাকিস্তান দলকে। এই ম্যাচের পর পাহেলগাঁও হামলার প্রতিবাদে পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদবরা। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পিসিবি। প্রথমে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) কাছে বিষয়টি উত্থাপন করার পর, এখন তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) হস্তক্ষেপও চেয়েছে। 

উল্লেখযোগ্যভাবে, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বর্তমানে ACC-এর প্রধান, অন্যদিকে ICC-এর নেতৃত্বে আছেন ভারতের জয় শাহ। তবে এশিয়া কাপ নিজেই ACC-পরিচালিত একটি ইভেন্ট এবং ICC-এর আওতাধীন নয়। 'পিসিবি আইসিসির কাছে ম্যাচ রেফারির বিরুদ্ধে অভিযোগ করেছে। জানিয়েছে আইসিসির আচরণবিধি এবং এমসিসি আইন লঙ্ঘন করেছেন ম্যাচ রেফারি। পিসিবি এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারিকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে।' নাকভি এক্স-এ পোস্ট করেছেন।

কেন সরানো হয়েছে উসমান ওয়াহলাকে?

পিসিবি জানিয়েছে, টসে পাইক্রফট পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগাকে নির্দেশ দিয়েছিলেন যেন ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলান। পাকিস্তান দলের ম্যানেজার নাভেদ চিমাও এসিসির কাছে অভিযোগ দায়ের করেছেন, অভিযোগ করে যে পাইক্রফট অধিনায়কদের মধ্যে টিম শিট দেওয়া নেওয়া না করার পরামর্শ দিয়েছিলেন।

৭ উইকেটে ম্যাচ জয়ের পর, সূর্য এবং তাঁর দল পাকিস্তান খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে চায়নি। পাকিস্তান দল মাঠে ভারতীয় খেলোয়াড়দের জন্য অপেক্ষা করছিল। কিন্তু ভারতীয় খেলোয়াড়রা ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দিয়েছিল। পরে, পাকিস্তান অধিনায়ক সলমন আগা পোস্ট ম্যাচ প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতে আসেননি। একই সঙ্গে, করমর্দনের ঘটনায় সূর্য বলেন, 'কিছু জিনিস ক্রীড়ানুরাগের ঊর্ধ্বে। আমরা এটা ঠিক করেছি। ওদের উত্তর দিয়েছি।'
 

Advertisement

POST A COMMENT
Advertisement