ভারত-পাকিস্তান উত্তেজনার প্রভাব এবার ক্রিকেট মাঠেও। পাকিস্তান সুপার লিগ (PSL) ২০২৫-এর ম্যাচ আপাতত বাতিল। গোটা টুর্নামেন্টই স্থানান্তরিত হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে। এমনকী, ৯ মে বৃহস্পতিবার যে পেশাওয়ার জালমি বনাম করাচি কিংস ম্যাচ হওয়ার কথা ছিল, সেটাও আপাতত স্থগিত রাখা হয়েছে।
ম্যাচটি রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে এর আগের দিনই, ৮ মে, ভারতীয় সেনা একটি ড্রোন এই স্টেডিয়ামের কাছাকাছি হামলা চালায়। এর ফলে স্টেডিয়ামের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, PSL-এর বাকি ম্যাচগুলি দুবাইয়ে সরিয়ে নিয়ে যাওয়া হবে।
জানা গিয়েছে, বিদেশি খেলোয়াড়রা ইতিমধ্যেই পাকিস্তান ছেড়ে সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশে রওনা দিয়েছেন। PSL-এর পরবর্তী ম্যাচ কবে হবে, তা নিশ্চিত নয়। কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এখনও এই বিষয়ে আলোচনা চালাচ্ছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, রাওয়ালপিন্ডিতে ৪টি ম্যাচ হওয়ার কথা ছিল। একটি ম্যাচ হওয়ার কথা ছিল মুলতানে এবং শেষ তিনটি ম্যাচ লাহোরে।
৮ মে PCB জানায়, PSL-এর বাকি ম্যাচগুলি করাচিতে স্থানান্তরিত করা হবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলির মালিক এবং নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
উল্লেখ্য, PSL-এর শুরু ২০১৬ সালে দুবাইতেই হয়েছিল। প্রথম দুইবার সংযুক্ত আরব আমিরশাহিতেই টুর্নামেন্ট হয়। তবে ২০১৭ সালের ফাইনাল হয়েছিল লাহোরে। আবার, ২০২১ সালে কোভিড পরিস্থিতির কারণে টুর্নামেন্টের কিছুটা অংশ সেই আরব আমিরশাহিতেই হয়েছিল।
এই অনিশ্চয়তার ফলে পাকিস্তানের সামগ্রিক ক্রিকেট ক্যালেন্ডারেও প্রভাব পড়তে চলেছে। PSL ফাইনালের তিনদিন পর পাকিস্তানে পৌঁছানোর কথা ছিল বাংলাদেশ দলের। সূচি অনুযায়ী, ১৮ মে বাংলাদেশ পৌঁছানোর কথা এবং প্রথম টি-২০ ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল ২৫ মে, ফয়সালাবাদে। তবে PCB জানিয়েছে, এখনো সিরিজ সংক্রান্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
খবরটি হিন্দিতে পড়তে এখানে ক্লিক করুন।