Asia Cup : 'ভারতের সঙ্গে শান্তি আলোচনার পথ বন্ধ হচ্ছে', এশিয়া কাপ হেরে বলছে পাকিস্তান

এক্স হ্যান্ডেলে নকভি ভারতকে অভিনন্দনও জানাননি। তিনি ভিত্তিহীন অভিযোগ করলেও একবারও একথা উল্লেখ করেননি, কেন ভারত পাকিস্তানের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে।

Advertisement
'ভারতের সঙ্গে শান্তি আলোচনার পথ বন্ধ হচ্ছে', এশিয়া কাপ হেরে বলছে পাকিস্তান Khawaja Muhammad Asif
হাইলাইটস
  • এক্স হ্যান্ডেলে আসিফ ভারতকে অভিনন্দনও জানাননি
  • তিনি একাধিক ভিত্তিহীন অভিযোগ করেন

এশিয়া কাপে হার যেন কিছুতেই মেনে নিতে পারছে না পাকিস্তান। এবার মুখ খুললেন সেই দেশের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বরাবরই ভারতকে লক্ষ্য করে বিতর্কিত মন্তব্য করে থাকেন। আর রবিবার রাতে হারের পর তাঁর দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে শান্তি ও সমস্যা সমাধানের সব রাস্তা বন্ধ হচ্ছে। 

ভারতের এশিয়া কাপ জেতার পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লেখেন, 'এবার খেলার মাঠে অপারেশন সিঁদুর। একই পরিণতি হল...ভারত জিতল! আমাদের ক্রিকেটারদের অভিনন্দন জানাই।' সেই মন্তব্য শুনে তেলেবেগুনে জ্বলে উঠেছেন  খাজা আসিফ। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, 'মোদী উপমহাদেশে ক্রিকেটের সংস্কৃতি এবং চেতনা ধ্বংস করছেন। তিনি শান্তি এবং সমস্যা সমাধানের সম্ভাবনা নষ্ট করছেন। এটা কাম্য নয়।' 

এক্স হ্যান্ডেলে আসিফ ভারতকে অভিনন্দনও জানাননি। তিনি ভিত্তিহীন অভিযোগ করলেও একবারও একথা উল্লেখ করেননি, কেন ভারত পাকিস্তানের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। তাঁর পোস্ট দেখে অনেকেই বলছেন, 'পাকিস্তান যে সন্ত্রাসবাদীদের আঁতুরঘর সেকথা ভুলে গিয়েছেন আসিফ। ভারত কেন অপারশেন সিঁদুর চালাল তা তিনি উল্লেখ করতে পারতেন। অথচ করেননি। অপারেশন সিঁদুরের পর ফের পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসবাদীদের ঘাঁটি তৈরি হয়েছে। তা নিয়েও একটি শব্দও কেন খরচ করলেন না?'

খাজা আসিফ ছাড়াও, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভিও প্রধানমন্ত্রী মোদীর এক্স হ্যান্ডেলের  পোস্টকে লক্ষ্য করে অবমাননাকর মন্তব্য করেন। নকভিই সেই ব্যক্তি যিনি নিজে ভারতের হাতে কাপ তুলে দেওয়ার জন্য নাছোড়বান্দা ছিলেন। তবে তাঁর হাত থেকে নিতে চাননি সূর্যকুমাররা। তিনি  আবার লিখছেন, 'খেলাধুলায় যুদ্ধ টেনে আনা ক্রীড়া চেতনার অপমান।'

২২ এপ্রিল পহেলগাঁও পাক জঙ্গি হামলায় ২৫ পর্যটকসহ মোট ২৬ জনের মৃত্যু হয়েছিল। এরপর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়। বদলা নিতে ৭ মে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারতীয় সেনা। এর জেরে ধ্বংস হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ টি জঙ্গিঘাঁটি।      

Advertisement

POST A COMMENT
Advertisement