Sahibzada Farhan : 'গান সেলিব্রেশন করে ঠিক করেছি', সওয়াল পাকিস্তানের সাহিবজাদা ফারহানের

রবিবার এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে হেরেছে পাকিস্তান টিম। তবে খেলা চলাকালীন পাকিস্তানের একাধিক খেলোয়াড়ের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁদের মধ্যে অন্যতম সাহিবজাদা ফারহানের 'গান সেলিব্রেশন'।

Advertisement
'গান সেলিব্রেশন করে ঠিক করেছি', সওয়াল পাকিস্তানের সাহিবজাদা ফারহানেরSahibzada Farhan
হাইলাইটস
  • রবিবার এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে হেরেছে পাকিস্তান টিম
  • তবে খেলা চলাকালীন পাকিস্তানের একাধিক খেলোয়াড়ের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে।

রবিবার এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে হেরেছে পাকিস্তান টিম। তবে খেলা চলাকালীন পাকিস্তানের একাধিক খেলোয়াড়ের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁদের মধ্যে অন্যতম সাহিবজাদা ফারহানের 'গান সেলিব্রেশন'। নিজে অর্ধশতরান করে ব্যাটটিকে একে 47 এর মতো ধরে সেলিব্রেশন করেন ওই ক্রিকেটার। এভাবে সেলিব্রেশন করে কীসের ইঙ্গিত দিলেন তিনি? সেই প্রশ্ন ওঠে। বিতর্কও শুরু হয়। সেই ইস্যুতে মুখ খুললেন সাহিবজাদা।

তিনি জানান, ওইভাবে সেলিব্রেশন একটা মুহূর্ত মাত্র। এই নিয়ে অনেক বিতর্ক হচ্ছে সেই বিষয়ে তিনি অবগত। তবে তাতে তাঁর কিছু এসে যায় না। তিনি ঠিক করেছেন।

টুর্নামেন্টের সুপার ফোরের ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামছে টিম পাকিস্তান। সেই ম্যাচের আগে সোমবার সাংবাদিক সম্মেলনে সাহিবজাদা বসেন। তিনি বলেন, 'পাকিস্তান টিম আরও ছক্কা হাঁকানোর ক্ষমতা রাখে। ভবিষ্যতেও এই টিমের কাছ থেকে অনেক ভালো জিনিস দেখতে পাবেন। আমি যে 'গান সেলিব্রেশন' করেছি তা সেই সময়ের জন্য করা। একটা মুহূর্ত মাত্র। আমি সাধারণত পঞ্চাশ রান করার পর খুব বেশি উদযাপন করি না। কিন্তু হঠাৎ আমার মনে হল, আজকে ভিন্ন কিছু করা যাক। তাই করলাম। যা করেছি ঠিক করেছি।'

'গান সেলিব্রেশনের' পক্ষে সওয়াল

ওই পাক ক্রিকেটার আরও বলেন, 'আমি জানি না, মানুষ এটা গ্রহণ করবে। তবে সত্যি বলতে কী আমি পরোয়া করি না। তবে এই ফর্ম্যাটে আক্রমণাত্মক খেলতেই হবে। যেখানেই আপনি খেলুন না কেন আপনার আক্রমণাত্মক ক্রিকেট খেলা উচিত। শুধুমাত্র ভারতের বিপক্ষে খেলতে হবে এমনটা নয়। আমরা আজ সেটাই চেষ্টা করেছি। ভবিষ্যতেও তা করতে হবে।'

২৯ বছর বয়সী সাহিবজাদা পাকিস্তানি ক্রিকেট দলের হয়ে এখন পর্যন্ত ২৪টি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি ২১.২৫ গড়ে ৫১০ রান করেছেন। তাঁর ঝুলিতে রয়েছেন চারটি অর্ধশত রান।

ফারহানের সেলিব্রেশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়ার সমর্থকরা বলেছেন, 'এই লোকটা ভুল পেশা বেছে নিয়েছে। বন্দুক ব্যাকফায়ার করল। যদিও পাকিস্তানের ইনিংসের তৃতীয় বলেই ফারহানের ক্যাচ মিস করেছিলেন অভিষেক শর্মা। পরে বাউন্ডারি লাইনে ফের ক্যাচ পড়ে ফারহানের। সেই ফারহানের সেলিব্রেশন নিয়ে শুরু হয়ে গিয়েছে বিতর্ক।'

Advertisement

POST A COMMENT
Advertisement