Champions Trophy 2025 Ind Vs Pak: পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা যে কতটা ব্যাকুল হয়ে আছে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য তা বোঝাই যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, নিজেদের দেশে বসে তো ম্যাচ দেখাই হলো না, উল্টে যারা দুবাই যেতে চাইছে, তারাও বড় সমস্যায় পড়েছে। কারণ পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে (UAE) ভ্রমণ ভিসা পাওয়া যাচ্ছে না!
মাঠ ফাঁকা, মন খালি!
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান, কিন্তু দেশের মাটিতেই দর্শকশূন্য গ্যালারি! করাচির স্টেডিয়াম ফাঁকা পড়ে আছে, আর সমালোচনার ঝড় বইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও সরকারের ওপর। দেশের জনগণের এই নিস্পৃহতা যেখানে চরম হতাশার, সেখানে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যেন উন্মাদনার শেষ নেই।
আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইতে অনুষ্ঠিত হতে চলেছে মহারণ, এবং পাকিস্তানি সমর্থকরা সেখানে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু দুবাইয়ের ভিসা যেন সোনার হরিণ!
টিকিট আছে, ভিসা নেই!
‘ডন’ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এবং বিশ্বের অন্যান্য দেশে থাকা পাকিস্তানি সমর্থকরা দুবাইতে ম্যাচ দেখতে যেতে চাইছেন, কিন্তু একের পর এক ভিসা আবেদন প্রত্যাখ্যাত হচ্ছে। ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু হওয়ার পরপরই এক ঘণ্টার মধ্যে সব টিকিট নিঃশেষ হয়ে যায়। যাঁরা সৌভাগ্যক্রমে টিকিট পেয়েছেন, তাঁরা এখন ভিসার জন্য আবেদন করছেন। কিন্তু অনেকেই সকালে আবেদন করার পর সন্ধ্যায় কোনো কারণ ছাড়াই বাতিলের মেসেজ পাচ্ছেন।
কেন মিলছে না ভিসা?
অনেকেই দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু কেউ কোনও উত্তর পাননি। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বেশ কয়েকটি শহর থেকে সংযুক্ত আরব আমিরাতের ভিসার জন্য আবেদন করা হচ্ছে, কিন্তু কর্মসংস্থানের ভিসা ছাড়া পর্যটক ভিসা মিলছে না।
উল্লেখ্য, সম্প্রতি UAE পাকিস্তানিদের ব্যাপারে কড়া নজরদারি শুরু করেছে। অভিযোগ উঠেছে, পাকিস্তান থেকে আসা কিছু ব্যক্তি বেআইনি কার্যকলাপে জড়িয়ে পড়ছেন—কেউ ভিক্ষা করছে, কেউ অপরাধে লিপ্ত হচ্ছে। এসবের জেরেই পাকিস্তানিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা নেওয়া হচ্ছে।
সমস্যার মূলে কী?
UAE সরকার কর্মসংস্থানের ভিসা দিচ্ছে, কিন্তু পর্যটক ভিসা দিতে চায় না। কারণ, বহু পাকিস্তানি ভ্রমণ ভিসায় গিয়ে সেখানেই রয়ে যাচ্ছে, কেউ কেউ ভিক্ষাবৃত্তিতেও জড়িয়ে পড়ছে। গত বছরের নভেম্বর মাসে Geo News-কে দেওয়া এক সাক্ষাৎকারে করাচিতে নিযুক্ত UAE-র কূটনীতিক বখিত আতীক আলরেমিথি স্পষ্ট জানিয়েছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক কার্যকলাপের কারণেও পাকিস্তানিদের ভিসা বাতিল হতে পারে।
একাধিক আরব দেশে পাকিস্তানিদের বিরুদ্ধে চোরাচালান, ভিক্ষাবৃত্তি ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এর ফলে হাজার হাজার পাকিস্তানিকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। পাকিস্তান সরকার নিজেও সন্দেহভাজন ব্যক্তিদের বিদেশে যেতে বাধা দিচ্ছে।
দুবাইয়ের দরজা বন্ধ?
এই পরিস্থিতিতে পাকিস্তানের সমর্থকদের মধ্যে হতাশা বাড়ছে। তাঁদের স্বপ্ন ছিল ভারত-পাকিস্তান ম্যাচ দুবাইতে বসে উপভোগ করার, কিন্তু ভিসা না পাওয়ায় সেই স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে।
এদিকে, দুবাইতে বসেই ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য ভারতের সমর্থকেরা পুরোদমে প্রস্তুতি নিচ্ছে! পাকিস্তানি সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন—ভারতীয়রা যেখানে নির্বিঘ্নে ঢুকতে পারছে, সেখানে তাঁদের জন্য দুবাইয়ের দরজা কেন বন্ধ হয়ে যাচ্ছে?