Smriti Mandhanaআজই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল স্মৃতি মান্ধানার। তবে বাবার অসুস্থতার কারণে বিয়ে পিছিয়ে দিলেন তিনি। সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে বাগদান সেরেছিলেন স্মৃতি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সেই সংক্রান্ত একটি ভিডিও পোস্টও করেছিলেন।
ওই ক্রিকেটারের ম্যানেজার তুহিন মিশ্র জানিয়েছেন, স্মৃতি মান্ধানার বাবা অসুস্থ। সেজন্য বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। মেহেন্দি এবং হলদি অনুষ্ঠান শনিবার হয়েছিল। রবিবার তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু, এখন হচ্ছে না।
তুহিন মিশ্র বলেন, 'সকালের খাবারের আগে মান্ধানার বাবা অসুস্থ বোধ করেন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরও তাঁর অবস্থার উন্নতি হয়নি। সেজন্য কোনও ঝুঁকি না নিতে হাসপাতালে নিয়ে যায়। তিনি বর্তমানে সেখানেই পর্যবেক্ষণে আছেন।'
ওই ব্যক্তি আরও জানান স্মৃতি তাঁর বাবাকে খুব ভালোবাসেন সেজন্য সুস্থ না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না বলে ঠিক করেছেন। সেজন্য বিয়ের দিনও ধার্য করেননি নতুন করে। ওঁর বাবার দ্রুত আরোগ্য কামনা করছি।
আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করেছেন স্মৃতি। ৯ ইনিংসে ৫৪.২২ গড়ে ৪৩৪ রান করেন মান্ধানা। যার মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ জেতানো শতরানও রয়েছে। ফাইনালে তিনি শাফালি ভার্মার সঙ্গে সেঞ্চুরি জুটি গড়েন। সেদিন জেতার পর মাঠেও হবু স্বামী পলাশ মুচ্ছলের সঙ্গে দেখাল গিয়েছিল তাঁকে।