IPL-এর মঞ্চে ৩৫ বলে সেঞ্চুরি করে সকলের নজর কেড়ে নিয়েছেন বৈভব সূর্যবংশী। সোশ্যাল মিডিয়া তো বটেই, বৈভব নজর কেড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। বিহারে খেলো ইন্ডিয়ার উদ্বোধনে বিহারের ১৪ বছরের এই ক্রিকেট তারকাকে নিয়ে প্রশংসা শোনা যায় নরেন্দ্র মোদীর মুখে।
রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) শুরু থেকেই এই প্রতিভাবান ক্রিকেটারের দক্ষতা বুঝতে পেরেছিল। তাই তারা আইপিএল নিলামে ১.১০ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২১০ রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন বৈভব। ১৭ বলে অর্ধশতরান করে আইপিএলে কনিষ্ঠতম হিসাবে কীর্তিও গড়েন। শুধু তাই নয়, গোটা বিশ্বে টি-টোয়েন্টি ক্রিকেটে এত কম বয়সে শতরান করার নজির আর কারও নেই। শেষ পর্যন্ত বৈভবের ব্যাট থেকে আসে ৩৮ বলে ১০১ রানের ইনিংস। ৭টি চার এবং ১১টি ছক্কা ছিল তাঁর ইনিংসে।
এহেন প্রতিভাকে নিয়ে বলতে গিয়ে মোদী বলেন, 'আমরা সকলেই আইপিএলে বিহারের ছেলে বৈভব সূর্যবংশীর অসাধারণ পারফর্ম্যান্স দেখেছি। বৈভব এই অল্প বয়সে এত বড় রেকর্ড তৈরি করেছে। তার খেলার পিছনে অবশ্যই তার শ্রম রয়েছে, তবে বিভিন্ন স্তরে ম্যাচ খেলাও তাকে সাহায্য করেছে।' এরপরেই খেলো ইন্ডিয়াতে আরও বেশি করে তরুণ প্রতিভাদের অংশগ্রহনের জন্য উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। তিনি বৈভবের উদাহরণ তুলে ধরে বলেন, 'যে যত বেশি খেলবে, তার উন্নতি তত হবে।'
রবিবার কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচে ভাল খেলতে পারেননি এই বিস্ময় বালক। বৈভব আরোরার বলে ৪ রান করে আউট হন তিনি। কলকাতার ২০৭ রানের জবাবে রাজস্থান এই ম্যাচে মাত্র ১ রানে হারে। হাড্ডাহাড্ডি এই ম্যাচে দারুণ খেললেও দলকে জয়ের দিকে নিয়ে যেতে পারেননি ক্যাপ্টেন রিয়ান পরাগ। এক পর্যায়ে পরপর ৬টা ছক্কা মেরে কলকাতার নাভিশ্বাস তুলে দিয়েছিলেন রাজস্থান ক্যাপ্টেন। শেষ বলে রিঙ্কু সিং ঠিক জায়গায় থ্রো করতে না পারলে সুপার ওভারে গড়াতে পারত ম্যাচ।