scorecardresearch
 

Ravichandran Ashwin : অবসর নিয়ে কোনও আক্ষেপ নেই, CSK-র হয়ে খেলা এখন লক্ষ্য : অশ্বিন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর বৃহস্পতিবারই নিজের বাড়ি চেন্নাইয়ে ফিরে গেছেন রবিচন্দ্রন অশ্বিন। অবসরকে স্মরণীয় করে রাখতে ফ্যানরা তাঁকে হিরোর মর্যাদা দেন। চেন্নাইয়ের বাড়ির আশপাশে ছিল উৎসাহিত জনতার ভিড়। 

Advertisement
Aswin Aswin
হাইলাইটস
  • জাতীয় দল থেকে অবসর নেওয়ায় তাঁর কোনও আক্ষেপ নেই
  • চেন্নাইয়ে নিজের বাড়ি ফিরে জানালেন অশ্বিন
  • তবে সিএসকে-র হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর বৃহস্পতিবারই নিজের বাড়ি চেন্নাইয়ে ফিরে গেছেন রবিচন্দ্রন অশ্বিন। অবসরকে স্মরণীয় করে রাখতে ফ্যানরা তাঁকে হিরোর মর্যাদা দেন। চেন্নাইয়ের বাড়ির আশপাশে ছিল উৎসাহিত জনতার ভিড়। 

চেন্নাই বিমানবন্দরে নামার পর প্রাথমিকভাবে অশ্বিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন। সিরিজের মাঝে তিনি কেন অবসর ঘোষণা করলেন সেই প্রশ্ন ধেয়ে আসে তারকা অফস্পিনার-অলরাউন্ডারের দিকে। যদিও সেই সময় কোনও কথার উত্তর দেননি তিনি। পরে যদিও তাঁর বাড়ির বাইরে কয়েকজন সাংবাদিকের মুখোমুখি হন। 

এত সিনিয়র খেলোয়াড় হওয়া সত্ত্বেও টিমের অধিনায়ক হিসেবে কোনওদিন দেখা যায়নি তাঁকে। সেই বিষয়ে প্রশ্ন করা হলে অশ্বিন সাফ জানিয়ে দেন, তাঁর কাজ শেষ হয়েছে। তিনি আর সেসব নিয়ে ভাবতে চান না। বরং অবসর নেওয়ার জন্য বা অধিনায়কত্ব না পাওয়ার জন্য তাঁর কোনও আক্ষেপ নেই বলেও জানান। বলেন, 'অবসর ঘোষণার সিদ্ধান্ত নিয়ে আমার কোনও আক্ষেপ নেই। আমি এমন অনেককে দেখেছি যারা খেলা ছেড়ে ছেড়ে দেওয়ার পর আক্ষেপ করে থাকেন। আমি সেই দলে পড়ি না।'

আরও পড়ুন

প্রসঙ্গত, বুধবার গাব্বা টেস্ট শেষের পর আচমকা ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন অশ্বিন। সিরিজের মাঝপথে অবসর ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আসে। কানাঘুষো শোনা যায়, তাঁকে সব ম্যাচে খেলানো হয়নি সেই কারণে অবসর নিয়েছেন তিনি। তবে অশ্বিন সেই সব জল্পনায় জল ঢেলে দেন। তিনি বলেন, 'আপনারা দেখতে পাচ্ছেন, আমি খুশি। হাসিখুশি রয়েছি।' 

অশ্বিন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলেন, 'আমি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা চালিয়ে যেতে চাই। যতদিন পারব ততদিন খেলব। একজন ক্রিকেটারের যা যা করণীয় আইপিএল-এ তাই করব। তবে জাতীয় দল থেকে অবসর নেওয়ার এটাই সেরা সময় ছিল বলে আমার মনে হয়েছে।' 

Advertisement

Advertisement