অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ খেলতে যাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, এবার অস্ট্রেলিয়ার টি২০ লিগে খেলবেন তিনি। তবে সেই লিগে ভারতীয় স্পিনারের দল সিডনি থান্ডার্সের হয়ে খেলবেন এক পাকিস্তানিও। থান্ডার দলে, পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান রয়েছেন।
অশ্বিন ও শাদাব খান ছাড়াও ইংল্যান্ডের উইকেটরক্ষক স্যাম বিলিংস অনেকদিন ধরেই দলে আছেন। নিউজিল্যান্ডের ফাস্ট বোলার লকি ফার্গুসন, ক্রিস গ্রিন, টম অ্যান্ড্রুজ এবং তানভীর সাঙ্ঘার মতো স্পিনার রয়েছেন দলে। সিডনির এই পিচ বেশ স্লো। সে কারণেই স্পিনারদের দলে নেয় সিডনি। গত মরসুমে, স্পিনারদের ইকোনমি রেট ছিল ৬.৬০, যেখানে সিম বোলারদের ছিল ৭.৭১। আর এটাই তার প্রমাণ।
বাবরের বিরুদ্ধে নামবেন অশ্বিন
১৬ জানুয়ারি এসসিজিতে সিক্সার্সের বিরুদ্ধে বাবর আজম এবং অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথের মতো কিংবদন্তিদের মুখোমুখি হবেন ভারতের লেজেন্ড। বিবিএলে খেলা প্রথম ভারতীয় ছিলেন উনমুক্ত চাঁদ, যিনি ২০২১-২২ মরসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন। এখন, অশ্বিন এই লিগে ভারতীয় ক্রিকেটার হিসেবে কেমন পারফর্ম করবেন, সেটাই দেখার।
অশ্বিন গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং সম্প্রতি আইপিএল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি এখন বিশ্বের অন্যান্য টি-টোয়েন্টি লিগে সুযোগ খুঁজছেন। আর সেই কারণেই তিনি যোগ দিলেন বিবিএল-এ। এবার হয়ত অনেকটাই চাপমুক্ত হয়ে খেলতে পারবেন তারকা স্পিনার।