
রিচা ঘোষকে বঙ্গভূষণ বিশ্বকাপ জেতা রিচা ঘোষকে বঙ্গভূষণ দিল পশ্চিমবঙ্গ সরকার। সিএবি-র সংবর্ধনা সভায় এই পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিলেন সেই সম্মান, এর পাশাপাশি সোনার মেয়েকে রাজ্য বরণ করে নিল সোনার চেন দিয়ে৷
যা বললেন মুখ্যমন্ত্রী?
একের পর স্মারক, সম্মান হাতে তুলে দেওয়ার পর- রিচার উচ্ছ্বসিত প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘রিচা ভালবাসা দিয়ে বাংলা বিশ্ব জয় করবে আরও আরও। মনের শক্তি সব থেকে মানসিক শক্তি। নিজের কাজ নিজেকে করে যেতে হবে। দুর্গমকে জয় করে সেই জায়গায় পৌঁছাতে হবে। লড়তে হবে, করতে হবে, খেলতে হবে, জিততে হবে।’
পশ্চিমবঙ্গ সরকারের চাকরি পাচ্ছেন
বাংলা থেকে প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ। তাঁকে চাকরির প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। জানিয়েছেন তাঁর বাবা মানবেন্দ্র ঘোষ। তিনি বলেন, ‘শুক্রবার রিচা শহরে ফিরবে। ওর সঙ্গে আলোচনা হবে। যদি ও রাজি হয়, তখন জানানো হবে কী চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে।' ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটারকে সোনার ব্যাট ও বল উপহার দেওয়া হল শনিবার ইডেনে। সিএবি-র সঙ্গে সেখানে সইও থাকবে সৌরভ ও ঝুলনের।

সবচেয়ে বেশি ছক্কা এসেছে রিচার ব্যাট থেকে
বিশ্বকাপে সব চেয়ে বেশি ছক্কা এসেছে রিচার ব্যাট থেকে। মোট ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর ধারে কাছেও নেই কোনও ভারতীয় ক্রিকেটার। সেমিফাইনাল ও ফাইনালে দ্রুত রান করে দলকে ভাল জাগায় পৌঁছে দিয়েছেন। তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে চায় সিএবি।
কী বললেন সৌরভ?
রিচা এবারের বিশ্বকাপে যেভাবে খেলেছেন, তাঁর প্রশংসাও শোনা গেল সৌরভের মুখে। 'সবচেয়ে কঠিন কাজটা করেছে রিচা। আমি ওয়ানডে ক্রিকেটে ওপেন করতাম তাই জানি ছয় নম্বরে নেমে রান করা কতটা কঠিন। কাইফ, যুবরাজ করত। ওর নামের পাশে স্ট্রাইক রেটটা লক্ষ্য করবেন।' পাশাপাশি কেন ৬ নম্বরে নেমে খেলা কঠিন সে ব্যাখ্যাও করেছেন সৌরভ। তিনি বলেন, 'অল্প বল থাকে আর সবচেয়ে বেশি রান করতে হয়। আর সেই কাজটাই করেছে রিচা।'