রিচা ঘোষএবার রিচা ঘোষের নামে স্টেডিয়াম। শিলিগুড়ির মাটিগাড়া অঞ্চলে হবে এই স্টেডিয়াম। সোমবার দুপুরে উত্তরকন্যা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মহিলাদের বিশ্বকাপ জেতার পর থেকেই একের পর এক সংবর্ধনা পাচ্ছেন বাংলার সোনার মেয়ে। বিশ্বকাপ জিতে নিজের শহরে ফিরেই শিলিগুড়ি অঞ্চলে কোনও ক্রিকেট স্টেডিয়াম নেই বলে আক্ষেপ করেছিলেন বাঙালি হিসেবে প্রথম বিশ্বকাপ জেতা তারকা।
বিশ্বকাপ জেতার পর রিচা জানিয়েছিলেন, পরিবার নিয়ে কলকাতায় আসার সিদ্ধান্ত তাঁর মা বাবা না নিলে কেরিয়ারে এই উন্নতি করা সম্ভব হত না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'পুরোটাই আমার পরিবারের কৃতিত্ব। আমাকে কলকাতায় নিয়ে গিয়েছিল বলেই হয়ত এখনও এই খেলাটায় আমি রয়েছি।' পাশাপাশি তিনি বলেন, শিলিগুড়িতে পরিকাঠামোর উন্নতি হওয়া প্রয়োজন। এটা আমি আগে থেকেই বলে আসছি। শুধু ক্রিকেট নয়, অনেকেই এখন অন্যান্য অনেক খেলায় মেয়েরা আগ্রহ দেখাচ্ছে। তাই সামগ্রিকভাবে খেলাধুলোর পরিকাঠামোর উন্নতি প্রয়োজন। ক্রিকেট স্টেডিয়াম প্রয়োজন।'
কী ঘোষণা করলেন মমতা?
উত্তরকন্যায় প্রশাসনিক সভায় মমতা বলেন, 'মাত্র ২২ বছর বয়সে রিচা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন। আমাদের নেতারা তার শহরে তার জন্য একটি বিশাল সংবর্ধনার আয়োজন করেছেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তাদের সংবর্ধনা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা তাকে সম্মানিতও করেছি। কিন্তু তার জন্য, আমি একটি স্টেডিয়াম তৈরি করতে চাই, এখানে একটি ক্রিকেট স্টেডিয়াম। প্রায় সাতাশ একর জমি আছে। আমি মেয়রকে বলব একটি ক্রিকেট স্টেডিয়ামের পরিকল্পনা করতে। এবং এই ক্রিকেট স্টেডিয়ামটিকে রিচা ক্রিকেট স্টেডিয়াম করা উচিত যাতে ভবিষ্যতেও মানুষ তার পারফরম্যান্স মনে রাখে। অনেকেই এতে অনুপ্রাণিত হবেন।'
আর তারপরেই নড়েচড়ে বসে রাজ্য সরকার। আর সে কারণেই মমতা বন্দোপাধ্যায় রিচা ঘোষের নামে ক্রিকেট স্টেডিয়াম গড়ার কথা ঘোষণা করে দিলেন। যদিও বামফ্রন্ট আমল থেকেই চাঁদমারিতে এই স্টেডিয়াম ছিল। শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের আমলেই তৈরি হয়েছিল এই মাঠ। সেখানে ক্রিকেট খেলার পরিকাঠামোও রয়েছে। সেই মাঠটাই সংস্কার করে চালু হবে এই স্টেডিয়াম। মমতা বলেন, 'আপনাদের সবাইকে অভিনন্দন রিচার জন্য। চাঁদমারিতে ৮৭ একর জমিতে তৈরি হবে স্টেডিয়াম। আর তা হবে রিচার নামে।'
শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী
বিশ্বকাপ জেতার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। সেই সঙ্গে রাজ্য সরকারের তরফে রিচাকে পুলিশে চাকরিও দেওয়া হয়েছে। ৫২ বছর পর প্রথমবার বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা দল। এই জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রিচা। ক্রিকেটের মঞ্চে প্রথম বাঙালি বিশ্বজয়ী রিচা ঘোষ। ভারতের বিশ্বস্ত ফিনিশার তিনি। শেষবেলায় শিলিগুড়ির ২২ বছর বয়সি তরুণীর ব্যাটের ঝড় ছাড়া ভারতের ইনিংস অসম্পূর্ণ। বিশ্বকাপে তিনি মোট ২৩৫ রান করেছেন। যার মধ্যে লিগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর সর্বোচ্চ ৯৪ রান ছিল। ফাইনালে ২৪ বলে ৩৪ রান করেন। গোটা প্রতিযোগিতায় তিনি মোট ১২ ছক্কাও হাঁকিয়েছেন।