Richa Ghosh: শিলিগুড়িতে স্টেডিয়াম নেই, কলকাতাই 'ভরসা', আক্ষেপ রিচার

দিল্লি থেকে বিমানে বাগডোগরা নামতেই উচ্ছ্বাস। একবার বিশ্বজয়ী মেয়েকে ছুঁয়ে দেখার চেষ্টা। সবটাই ছিল। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিশেষ করে উত্তরবঙ্গের ক্রীড়া ক্ষেত্রের দুর্দশার কথা তুলে ধরলেন রিচা ঘোষ। কলকাতা বা তার সংলগ্ন অঞ্চলে ক্রিকেট সহ অন্যান্য খেলাধুলোর সুযোগ থাকলেও, অন্য জেলায় যে তা নেই তা ফের মনে করিয়ে দিলেন রিচা।

Advertisement
শিলিগুড়িতে স্টেডিয়াম নেই, কলকাতাই 'ভরসা', আক্ষেপ রিচাররিচা ঘোষ (AI generated Image)

দিল্লি থেকে বিমানে বাগডোগরা নামতেই উচ্ছ্বাস। একবার বিশ্বজয়ী মেয়েকে ছুঁয়ে দেখার চেষ্টা। সবটাই ছিল। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিশেষ করে উত্তরবঙ্গের ক্রীড়া ক্ষেত্রের দুর্দশার কথা তুলে ধরলেন রিচা ঘোষ। কলকাতা বা তার সংলগ্ন অঞ্চলে ক্রিকেট সহ অন্যান্য খেলাধুলোর সুযোগ থাকলেও, অন্য জেলায় যে তা নেই তা ফের মনে করিয়ে দিলেন রিচা। 

শিলিগুড়ি অঞ্চলে স্টেডিয়ামের অভাব আছে তা পরিস্কার জানিয়ে দিলেন বিশ্বকাপ জেতা রিচা। পাশাপশি এও জানিয়ে দিলেন, পরিবার নিয়ে কলকাতায় আসার সিদ্ধান্ত তাঁর মা বাবা না নিলে কেরিয়ারে এই উন্নতি করা সম্ভব হত না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'পুরোটাই আমার প্রিবারের কৃতিত্ব। আমাকে কলকাতায় নিয়ে গিয়েছিল বলেই হয়ত এখনও এই খেলাটায় আমি রয়েছি।' পাশাপাশি তিনি বলেন, 'শিলিগুড়িতে পরিকাঠামোর উন্নতি হওয়া প্রয়োজন। এটা আমি আগে থেকেই বলে আসছি। শুধু ক্রিকেট নয়, অনেকেই এখন অন্যান্য অনেক খেলায় মেয়েরা আগ্রহ দেখাচ্ছে। তাই সামগ্রিকভাবে খেলাধুলোর পরিকাঠামোর উন্নতি প্রয়োজন। ক্রিকেট স্টেডিয়াম প্রয়োজন।'

শিলিগুড়িতে এলাহি আয়োজন

সুভাষপল্লিতে রিচার বাড়ি আজ রঙিন আলো, ফুল দিয়ে সেজে উঠেছে। গোটা শিলিগুড়ি তো বটেই, উচ্ছ্বসিত প্রতিবেশীরাও। তাঁদের পাড়ার মেয়েই যে আজ গোটা দেশের গর্ব। তবে তাঁর বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। কোনওরকম বিশৃঙ্খলা যাতে না হয়, সেই দিকেও নজর ছিল। জানা গিয়েছে, মেয়ের ফেভারিট রান্না সেরে রেখেছেন তাঁর মা স্বপ্না ঘোষ। মেনুতে থাকছে ফ্রায়েড রাইস, পনির, মিক্সড ভেজ। উল্লেখ্য, বাড়ি থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত রেড কার্পেট পেতে গার্ড অফ অনার দেওয়ার কথা রিচাকে। তারপর মঞ্চে নাগরিক সংবর্ধনা। বিশেষ সংবর্ধনা দেবে শিলিগুড়ি পৌরসভাও।

শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী

পাশাপাশি রিচার আশা, বিরাট কোহলি, রোহিত শর্মারা ভারতীয় ক্রিকেটের আইকন। সেভাবে বদলে যাবে মেয়েদের ক্রিকেটও। রিচা বলেন, 'আশা করি এরপর শিলিগুড়িতেও ক্রিকেট স্টেডিয়াম হবে। বদলে যাবে মেয়েদের ক্রিকেটের চিত্র।' ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। সেই সঙ্গে রাজ্য সরকারের তরফে রিচাকে পুলিশে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। ৫২ বছর পর প্রথমবার বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা দল। এই জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রিচা। ক্রিকেটের মঞ্চে প্রথম বাঙালি বিশ্বজয়ী রিচা ঘোষ। ভারতের বিশ্বস্ত ফিনিশার তিনি। শেষবেলায় শিলিগুড়ির ২২ বছর বয়সি তরুণীর ব্যাটের ঝড় ছাড়া ভারতের ইনিংস অসম্পূর্ণ। বিশ্বকাপে তিনি মোট ২৩৫ রান করেছেন। যার মধ্যে লিগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর সর্বোচ্চ ৯৪ রান ছিল। ফাইনালে ২৪ বলে ৩৪ রান করেন। গোটা প্রতিযোগিতায় তিনি মোট ১২ ছক্কাও হাঁকিয়েছেন। 

Advertisement

POST A COMMENT
Advertisement