Yogi Adityanath, Rinku Singh বাগদানের কারণে কয়েকদিন আগেই প্রচারের আলোয় এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা রিঙ্কু সিং। এবার তাঁকে চাকরি দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের বেসিক এডুকেশন অফিসার পদে নিয়োগ পেয়েছেন এই বাঁ-হাতি ব্যাটার।
ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য এই চাকরি পাচ্ছেন রিঙ্কু। এই কোটার চাকরি দেওয়ার বিশেষ নিয়ম রয়েছে উত্তরপ্রদেশ সরকারের। ২০২২ সালের সেই নিয়ম অনুযায়ী, উত্তর প্রদেশ সরকার বিশেষ কাউকে এই চাকরি দিতে পারে। রিঙ্কুকে সংশ্লিষ্ট পোর্টালে সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে বলা হয়েছে। সেই সব নথিপত্র যাচাই করার পরই অস্থায়ী পদে নিয়োগ পাবেন তিনি।
রিঙ্কু সিংকে আলিগড় জেলার আমিন জেলা বেসিক এডুকেশন অফিসার হিসেবে নিয়োগ করা হবে। ১৬ মে, ২০২৫ তারিখের আদেশ অনুসারে চাকরিটি পাচ্ছেন তিনি। ক্রিকেটারদের চাকরি বা সাম্মানিক পোস্ট দেওয়ার রীতি দীর্ঘদিনের। এর আগে মহম্মদ সিরাজ, লভলিনা বরগোঁহাইকেও এমন সম্মাননীয় পদে নিয়োগ করা হয়েছিল। সিরাজকে ডিএসপি পদে এবং লভলিনাকে নিয়োগ করা হয় পুলিশে।
প্রসঙ্গত, আইপিএল থেকে নজর কাড়েন রিঙ্কু। ২০২৩ সালে সেই টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময় টানা পাঁচ বলে পাঁচটি ছক্কা মারেন। গুজরাট টাইটানসের বোলার যশ দয়াল ৫ ছক্কা খেয়েছিলেন। সেই ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য কলকাতার প্রয়োজন ছিল ২৯ রান। রিঙ্কু টানা ৫টি ছক্কা মেরে ৩ উইকেট হাতে রেখে জয় এনে দেন।
যদিও রিঙ্কু সিংয়ের ক্রিকেটার হওয়ার পথ সহজ ছিল না। উত্তরপ্রদেশের আলিগড়ের এক সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন তিনি। তাঁর বাবা এলপিজি সিলিন্ডার বিতরণ করতেন। তবে ক্রিকেটার হওয়ার পর রিঙ্কুদের পরিবার আর্থিকভাবে স্বচ্ছ্বল হয়।
রিঙ্কু সম্প্রতি বাগদান সেরেছেন প্রিয়া সরোজের সঙ্গে। তিনি উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্রের সাংসদ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি’র বিপি সরোজকে ৩০ হাজার ভোটে হারিয়েছিলেন তিনি।