নিউজিল্যান্ড সিরিজে বাদ পান্ত? নতুন বছরের শুরুতেই ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। সেই দলে জায়গা নাও পেতে পারেন ঋষভ পান্ত। খবর নির্বাচন কমিটি সূত্রে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা হবে ১১ থেকে ১৮ জানুয়ারি। সেজন্য এই সপ্তাহের শেষের দিকে দল ঘোষণা করতে পারে বিসিসিআই। পান্তের জায়গায় দলে আসতে পারেন ঈশান কিষান। যদিও তা নিশ্চিত নয়। ঘরোয়া ক্রিকেটা দুর্দান্ত পারফরম্যান্সের কারণে উইকেট কিপার ব্যাটার হিসেবে তাঁর জন্য দরজা খুলে যেতে পারে।
ভারতের হয়ে শেষ ওয়ানডে পান্ত খেলেছিলেন সেই ২০২৪ সালের অগাস্টে শ্রীলঙ্কায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাম্প্রতিক ওয়ানডেতে তাঁকে দলে রাখা হয়েছিল ঠিকই, তবে সুযোগ পাননি। তবে নির্বাচকরা আর তাঁকে এখনই সুযোগ দিতে চাইছেন না। তাঁর বদলে একাধিক বিকল্পকে ভাবনাচিন্তা করা হচ্ছে।
পান্তের বদলে দলে জায়গা করে নিতে পারেন এমন সম্ভাবনা একাধিক জনের মধ্যে রয়েছে। সম্ভাব্য তালিকার শীর্ষে রয়েছেন ঈশান কিষান। তিনি শেষবার ভারতের হয়ে একদিনের ম্য়াচ খেলেছিলেন ২০২৩ সালের ১১ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। তারপর দলে সুযোগ পাননি। তবে ঘরোয়া ক্রিকেটের ম্যাচগুলোতে রান করে গেছেন প্রায় ধারাবাহিকভাবে।
২০২৫ সালে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে সর্বোচ্চ রান করেছেন ঈশান। ঝাড়খণ্ডকে টুর্নামেন্টে শিরোপা এনে দেওয়ারও ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেজন্য ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করা হয় তাঁকে। বাঁহাতি এই ব্যাটসম্যান বিজয় হাজারে ট্রফিতেও সেই ফর্ম ধরে রেখেছিলেন। ২৪ ডিসেম্বর কর্ণাটকের বিপক্ষে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। যা এক রেকর্ড।
ঈশান কিষান ছাড়াও দলে জায়গা পাওয়ার দৌড়ে এগেয়ে রয়েছেন জিতেশ শর্মা। টি-টোয়েন্টি ম্যাচে তাঁর যে ফিনিশিং ক্ষমতা আছে সেই প্রমাণ দিয়েছেন। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে জায়গা দেননি নির্বাচকরা।
গিল কি ফিরছেন?
ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমন গিল। তবে তিনি ওয়ানডে ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবে ফিরছেন দলে। চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারও দলে কামব্যাক করতে পারেন। চিকিৎসরা ছাড়পত্র দিলে তবেই তাঁকে বাইশ গজে দেখা যাবে।