রবিবার আইপিএল ২০২৫-এ পঞ্জাব কিংস ও লখনউ সুপারজায়ান্টসের (LSG) মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। আর সেই ম্যাচেও ফের হারের মুখই দেখতে হল লখনউ-কে। এর জেরে প্লে-অফে ওঠার সম্ভাবনাও বড় ধাক্কা খেল। তবে ম্যাচের থেকেও বেশি আলোচনা চলছে ঋষভ পন্তের ব্যাটিং নিয়ে। একবার নয়, লাগাতার অফ-ফর্মে তিনি। এই ম্যাচেও ব্যতিক্রম হল না।
একের পর এক উইকেট পড়ল...
একের পর এক উইকেট পড়ছিল লখনউয়ের। অধিনায়ক পন্তও কিছু করতে পারলেন না এদিনের ম্যাচে। সমস্ত প্রত্যাশায় জল ঢেলে দেন। মাত্র ১ রান করে আউট হয়ে যান। গোটা মরসুমে তাঁর ব্যাটে রান নেই বললেই চলে।
পন্তের নামে লজ্জাজনক রেকর্ড
শেষ ১০ ইনিংসে পন্ত করেছেন মাত্র ১২৮ রান। ব্যাটিং গড় ১২.৮, স্ট্রাইক রেট মাত্র ৯৯.২২। এই রেকর্ড আইপিএলের বর্তমান মরসুমে মিনিমাম ৬০ বল খেলেছেন, এমন ৭০ জন ব্যাটারের মধ্যে সবচেয়ে নিচে। পন্তের পারফরম্যান্স নিঃসন্দেহে অত্যন্ত হতাশাজনক।
এতে শুধুমাত্র দল নয়, পন্তের নেতৃত্ব ও দলে তাঁর জায়গা নিয়েও প্রশ্ন উঠেছে।
Wait… what just happened? 😲
— IndianPremierLeague (@IPL) May 4, 2025
Bat in the air, ball in the fielder’s hands... Rishabh Pant’s dismissal had it all 👌
Updates ▶ https://t.co/YuAePC273s#TATAIPL | #PBKSvLSG pic.twitter.com/Q74gb4Lpu4
টি২০ বিশ্বকাপের আগে চিন্তা বাড়ালেন পন্ত
আসন্ন টি২০ বিশ্বকাপের আগে এই ফর্ম টিম সিলেক্টরদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে। উইকেটকিপারের জায়গায় এখন সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, জিতেশ শর্মার মতো একাধিক বিকল্প রয়েছে।
ম্যাচের ফল
ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় লখনউ। ব্যাট করতে নেমে পঞ্জাব কিংস ২৩৭ রানের বিশাল লক্ষ্য দেয়, যার পেছনে প্রধান ভূমিকা ছিল প্রভসিমরনের ঝোড়ো ৯১ রানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে লখনউ সুপারজায়ান্টস ৭ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৯৯ রান। ফলে ম্যাচ হারে ৩৮ রানে।
দুই দলের একাদশ
পঞ্জাব কিংস: প্রিয়ান্স আর্য, প্রভসিমরন সিং, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটকিপার), শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা, মার্কাস স্টইনিস, আজমতউল্লাহ ওমরজাই, মার্কো জানসেন, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং।
লখনউ সুপারজায়ান্টস: এইডেন মারক্রাম, নিকোলাস পুরান, ঋষভ পন্ত (অধিনায়ক/উইকেটকিপার), আব্দুল সমাদ, আয়ুষ বডোনি, ডেভিড মিলার, আকাশ মহারাজ সিং, দিগ্বেশ সিং রাঠি, আভেশ খান, ময়াঙ্ক যাদব, প্রিন্স যাদব।
এই হার ও পন্তের ফর্ম নিয়ে দলেও অস্বস্তি বাড়ছে। পরের ম্যাচগুলোয় কী করেন তিনি, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।