Rohit Sharma On Bangladesh Cricket Team : বাংলাদেশ যা বলছে বলুক, ওদের মাঠে দেখে নেব; টেস্ট শুরুর আগে বললেন রোহিত

চেন্নাইয়ের ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ। ২ টো ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। মাঠে নামার আগেই বাংলাদেশের ক্রিকেটাররা ভারতের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন।

Advertisement
বাংলাদেশ যা বলছে বলুক, ওদের মাঠে দেখে নেব; টেস্ট শুরুর আগে বললেন রোহিত Rohit Sharma On Bangladesh Cricket Team
হাইলাইটস
  • চেন্নাইয়ের ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ
  • তার আগে বাংলাদেশকে হুঙ্কার রোহিত শর্মার

চেন্নাইয়ের ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ। ২ টো ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। মাঠে নামার আগেই বাংলাদেশের ক্রিকেটাররা ভারতের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। খোলাখুলিভাবে তার জবাবও দিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রোহিত বলেন, 'বাংলাদেশের দলকে মজা করতে দিন, ওদের ম্যাচে দেখে নেওয়া হবে।' 

চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচের আগে সাংবাদিক সম্মেলন করেন রোহিত শর্মা। ম্যাচ শুরুর আগে থেকেই বাংলাদেশি ক্রিকেটাররা ভারতীয় টিমকে নিশানা করছেন। একাধিক বিতর্কিত মন্তব্যও করেছেন। তা নিয়ে রোহিত বলেন, 'ভারতকে হারানো সব দলই উপভোগ করে। তাদের উপভোগ করতে দিন। অনেকে অনেক কথা বলে থাকে। প্রেসে বলার স্বাধীনতাও রয়েছে। কিন্তু আমরা তাতে মনোযোগ দিই না। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করি। আমাদের খেলা হল আমাদের পরিচয় কোনও দলের কথায় আমরা গুরুত্ব দিই না।' 

রোহিত শর্মা বলেন, 'আমাদের মাথায় সব সময় এটা ঘুরপাক খায়, কীভাবে আমরা জিততে পারি। মাঠে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে খেলে প্রমাণ করতে হয়। জিততে হয়। সেই টাস্ক কীভাবে কলপ্লিট করব সেটাই আমাদের মাথায় থাকে। যেভাবেই খেলি না কেন জেতা আমাদের টার্গেট থাকে।' 

এতদিনের বিরতি কি টিম ইন্ডিয়াকে প্রভাবিত করবে? 

প্রশ্নের জবাবে রোহিত শর্মা বলেন, 'অনেকটা গ্যাপে খেললেও টেস্ট ম্যাচ খুব একটা প্রভাব ফেলে না। এর আগেও আমরা খেলেছি। নিজেদের প্রমাণও করেছি। আশা করা যায়, সহজেই পরিস্থিতির সঙ্গে আমরা মানিয়ে নেব। সেজন্য চেন্নাইয়ে ছোটো শিবিরের আয়োজন করা হয়েছিল। দীর্ঘদিন ধরে না খেলা খেলোয়াড়রা দলীপ ট্রফি খেলে এখানে এসেছেন।' 

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট দল ২০২৪ সালের মার্চ মাসে ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেছিল। ভারতীয় দল জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলা সেই সিরিজটি ৪-১ এ জিতেছিল।  

বুমরাহকে নিয়ে মন্তব্য রোহিতের 

রোহিত শর্মা জসপ্রীত বুমরাহকে নিয়েও মন্তব্য করেন। তিনি জানান, প্রতিটি খেলোয়াড় যাতে ওয়ার্ক লোড ম্যানেজ করতে পারে সেদিকে খেয়াল রাখা হয়। দল সব সময় চেষ্টা করে একজন খেলোয়াড় যাতে তাঁর সেরাটা দিতে পারেন। কিন্তু এখানে দেখতে হবে, টেস্ট ম্যাচের মাঝখানে টি-টোয়েন্টি হচ্ছে। সুতরাং, ওয়ার্ক লোজ ম্য়ানেজ করতেই হবে। রোহিত বলেন, 'ইংল্যান্ড সিরিজেও আমরা বুমরাহকে বিশ্রাম দিয়েছিলাম। সিরাজকে সুযোগ দিয়েছিলাম।'  
 

Advertisement

POST A COMMENT
Advertisement