বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট হবে সিডনিতে। তার আগেই ভারতীয় দল জোর টালমাটাল অবস্থা। সাম্প্রতিক অতীতে ভারতীয় দলে এই টালমাটাল পরিস্থিতি দেখা যায়নি। সূত্রের খবর, সিডনি টেস্ট থেকে বাদ পড়তে পারেন অধিনায়ক রোহিত শর্মা। বদলে অধিনায়কের দায়িত্ব নিতে পারে জসপ্রিত বুমরা। তবে, এখানেই শেষ নয়। সূত্রের খবর, সাদা বলে ক্রিকেটকে বিদায় জানাতে পারেন রোহিত। সেক্ষেত্রে মেলবোর্নেই রোহিত জাতীয় দলের হয়ে শেষ টেস্ট খেলে ফেলেছেন।
ভারতীয় দলের হয়ে রোহিত ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। সূত্র জানিয়েছে, 'মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা চতুর্থ টেস্টই টেস্ট ক্রিকেটে রোহিতের শেষ টেস্ট হতে পারে। যতক্ষণ না বিসিসিআই তাঁকে বিদায়ী ম্যাচ খেলার অনুরোধ জানাচ্ছে, ততক্ষণ সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা নেই।'
জানা যাচ্ছে, রোহিতের স্থলাভিষিক্ত হতে পারেন শুভমান গিল। তিনি ৩ নম্বরে ব্যাট করবেন। ওপেন করতে নামতে পারে কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল। সিডনিতে টেস্ট ম্যাচের আগে ভারতের চূড়ান্ত প্রশিক্ষণ বেশিক্ষণ ছিলেন না রোহিত। হেড কোচ গৌতম গম্ভীর, সহ অধিনায়ক বুমরা-সহ অনেকেই সঙ্গেই কথা বলতে দেখা গিয়েছে। যদিও নেটেও ব্যাট হাতে কোহলি, গিল, রাহুল ও যশস্বীর সঙ্গে অনুশীলন করেননি। এছাড়াও ক্যাচ অনুশীলনের সময় তিনি স্লিপেও ছিলেন না। যাইহোক, শেষদিকে রোহিত নেটে মাত্র ১০ মিনিট সময় কাটান। এরপর তাঁকে আইকনিক সিডনি ক্রিকেট গ্রাউন্ডের একটি স্ট্যান্ডে গম্ভীর এবং বুমরার সঙ্গে কথা বলতে দেখা যায়।
সাংবাদিক বৈঠকে হেড কোচ গম্ভীর ইঙ্গিত দিয়েছেন, সিডনিতে রোহিতের প্রথম একাদশে থাকা নিশ্চিত নয়। পিচ এবং পরিস্থিতি দেখেই প্রথম একাদশ ঠিক করবেন তাঁরা। আর সে কারণেই রোহিতের টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সাংবাদিক বৈঠকে প্রশ্ন করায় তিনি বলেন, 'রোহিত ঠিকই আছে। অধিনায়কের সাংবাদিক বৈঠকে আসা তো কোনও প্রথা নয়। কোচ তো এসেছে। আশা করি, সেটাই যথেষ্ট। আপাতত উইকেট দেখে প্রথম একাদশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।' আর সেখানেই সন্দেহ হচ্ছে ভারতীয় দলের ফ্যানদের মধ্যে। এর পরে গম্ভীরকে জিজ্ঞাসা করা হয় রোহিতকে নিয়ে ভারতের পরিকল্পনার কথা। গম্ভীর বলেন, 'কিছুক্ষণ আগেই বললাম, আমরা আগে উইকেট দেখব। তার পর কাল প্রথম একাদশ বেছে নেব।' রোহিতের অন্তর্ভুক্তি নিয়ে নিশ্চিত কোনও উত্তর শোনা যায়নি তাঁর মুখ থেকে।