India vs New Zealand ODI Series 2026: NZ সিরিজের আগে ফোকাস রোহিতের, নেটে ঘাম ঝরাচ্ছেন প্রাক্তন অধিনায়ক

আগামী ৭ জানুয়ারি তিনি ভদোদরা পৌঁছবেন, যেখানে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি শিবির। ইতিমধ্যেই বিসিসিআই দল ঘোষণা করেছে, যেখানে শুভমন গিল, শ্রেয়স আইয়ার ও মহম্মদ সিরাজের প্রত্যাবর্তন নজর কেড়েছে।

Advertisement
NZ সিরিজের আগে ফোকাস রোহিতের, নেটে ঘাম ঝরাচ্ছেন প্রাক্তন অধিনায়ক

 India vs New Zealand ODI Series 2026: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ এবং তার পর বিজয় হাজারে ট্রফিতে খেলার মধ্য দিয়ে ম্যাচের ছন্দে ফেরার চেষ্টা করেছিলেন রোহিত শর্মা। মুম্বইয়ের হয়ে ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে খেলেই ভারতের তারকা ওপেনার নিজেকে প্রস্তুত রাখেন আন্তর্জাতিক ক্রিকেটের জন্য।

সিকিমের বিরুদ্ধে দুরন্ত ১৫৫ রানের ইনিংস খেললেও, উত্তরাখণ্ড ম্যাচে শূন্য রানে আউট হতে হয়েছিল তাঁকে। তবে এই ওঠানামাকেই প্রস্তুতির অংশ হিসেবেই দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

বোর্ডের নির্দেশ মেনেই মাঠে
বিসিসিআই-এর নির্দেশ অনুযায়ী রোহিতকে দু’টি ঘরোয়া ম্যাচ খেলতে হয়েছিল। সেই দায়িত্ব পালন করার পর কিছুদিনের জন্য বিরতি নেন তিনি। এই সময় গুজরাতের জামনগরে মেয়ের সপ্তম জন্মদিন উদযাপন করেন রোহিত। সেই পারিবারিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল হার্দিক পান্ডিয়াকেও।

ফের শুরু প্রস্তুতি
ছোট বিরতির পর ফের পুরো দমে কিউই চ্যালেঞ্জের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতীয় দলের সিনিয়র ব্যাটার। মুম্বই ফিরে বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে (BKC) এমসিএ গ্রাউন্ডে নেটে অনুশীলন করছেন রোহিত। বরাবরের মতোই তাঁর অনুশীলনের কেন্দ্রবিন্দু একদিনের ক্রিকেটের ছন্দ ফেরানো।

আগামী ৭ জানুয়ারি তিনি ভদোদরা পৌঁছবেন, যেখানে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি শিবির। ইতিমধ্যেই বিসিসিআই দল ঘোষণা করেছে, যেখানে শুভমন গিল, শ্রেয়স আইয়ার ও মহম্মদ সিরাজের প্রত্যাবর্তন নজর কেড়েছে।

ভারতের একদিনের দল
নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ভারতীয় একদিনের দল-
শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক)*, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল।

শ্রেয়স আইয়ারের খেলা বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স থেকে ফিটনেস ক্লিয়ারেন্সের উপর নির্ভর করছে।

সিরিজের সূচি
ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ হবে ১১ জানুয়ারি ভদোদরায়। দ্বিতীয় ম্যাচ ১৪ জানুয়ারি রাজকোটে এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১৮ জানুয়ারি ইন্দোরে। এই সিরিজের পরেই শুরু হবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। তার পর ফেব্রুয়ারির শুরুতেই টি-২০ বিশ্বকাপের উত্তাপ।

Advertisement

 

POST A COMMENT
Advertisement