Sunil Gavaskar, Ravi Shastri, Rohit Sharmaটেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন রোহিত শর্মা? সিডনি টেস্টে তাঁর না খেলা নিয়ে জল্পনা শুরু হওয়ার পর থেকেই এমনটা মনে করা হচ্ছিল। আর এবার এ নিয়ে মুখ খুললেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার। দুই জনই মনে করেন, এবার টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়া উচিত হিটম্যানের।
ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী মনে করেন, রোহিত এরপরই টেস্ট থেকে অবসর ঘোষণা করে দিলে তিনি অবাক হবেন না। আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, 'আমি রোহিত শর্মার কাছাকাছি থাকলে ওকে বলতাম, যাও আর গিয়ে উড়িয়ে দাও। মাঠে নেমে দুরন্ত খেলো। এখন ও যেভাবে খেলছে, সেটা দেখতে ভাল লাগছে না। ওকে প্রতিপক্ষকে আক্রমণ করে যেতে হবে এবং তারপর দেখতে হবে কী হয়।'
শাস্ত্রী আরও বলেছেন, 'ও নিজেই ওর কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নেবে। তবে ও অবসর ঘোষণা করলে আমি অবাক হব না কারণ ওর তো আর বয়স কমছে না। অনেক তরুণ ক্রিকেটার অপেক্ষা করে রয়েছে। যেমন শুভমন গিল, যার ২০২৪ সালে টেস্টে চল্লিশের ওপর গড়। এরকম প্রতিভাবান একজন ক্রিকেটার বেঞ্চে বসে থাকলে অবাক হতে হয়। তাই রোহিত অবসর নিলে আমি অবাক হব না। অবশ্যই এটা ওর সিদ্ধান্ত হবে।'
সুনীল গাভাস্কারও মনে করেন, ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে না পারলে অবসর নিয়ে নিতে হবে রোহিতকে। লাঞ্চ বিরতির সময় গাভাস্কার বলেন, 'এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে না পারলে মনে হয় রোহিত আর খেলবে না। ইংল্যান্ড সিরিজ দিয়ে শুরু হবে ডব্লিউটিসির পরের চক্র, এবং নির্বাচকরা সম্ভবত চাইবেন ২০২৭ সালের ফাইনালের জন্য কাউকে যাতে পাওয়া যায়। নির্বাচক কমিটি সম্ভবত এটাই করবে। আমরা সম্ভবত টেস্ট ক্রিকেটে শেষবারের মতো রোহিত শর্মাকে দেখেছি।'
মানসিকভাবে ভাল জায়গায় নেই রোহিত। এমনটাও মনে করেন গাভাস্কার। বলেন, 'এটা তখনই হয়, যখন কেউ মানসিকভাবে ঠিক না থাকে, রান পায় না। একজন অধিনায়কের পক্ষে এটা সত্যিই খুব সাহসী সিদ্ধান্ত।'