অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে ১-৩ ব্যবধানে হারের মুখে পড়তে হয়েছে। টিম ইন্ডিয়া (Team India) ১০ বছর পর বর্ডার-গাভাস্কার ট্রফি (BGT) হারিয়েছে। এই হারের ফলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে উঠতে পারেনি ভারতীয় দল। এই সিরিজ চলাকালীনই রোহিত শর্মা (Rohit Sharma) অবসর নিতে চেয়েছিলেন, তারপর সিদ্ধান্ত বদল করেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন।
অস্ট্রেলিয়া সফরে অধিনায়ক রোহিত শর্মার পারফরম্যান্স খুব ভাল ছিল না। তিনি পাঁচ ইনিংসে মাত্র ৬.২০ গড়ে মাত্র ৩১ রান করেন। বাজে ফর্মের কারণে সিডনি টেস্ট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব নেন জাসপ্রিত বুমরা। তবে রোহিত না থাকলেও সিডনি টেস্টেও হেরেছে ভারত।
একটি মিডিয়া রিপোর্ট দাবি করেছে, রোহিত শর্মা মেলবোর্ন টেস্টের পরে অবসর নিতে চেয়েছিলেন, কিন্তু শুভাকাঙ্ক্ষীরা তাঁকে থেকে যাওয়ার জন্য রাজি করেছিলেন। এরপরই অবসরের সিদ্ধান্ত পিছিয়ে দেন রোহিত। একটি সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে, 'রোহিত এমসিজি টেস্টের পরে অবসর নেওয়ার জন্য মনস্থির করেছিলেন। শুভাকাঙক্ষীরাই বারণ করেন। সেই কথা শুনেই, সিদ্ধান্ত বলদল করেন।'
টেস্টে থেকে অবসর জল্পনার মাঝে মুখ খুলেছেন রোহিত শর্মা। সিডনি টেস্টের সময় সম্প্রচারকারী স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলেছেন। এই সময় রোহিত স্পষ্ট জানিয়েছিলেন যে তিনি এখনও অবসর নিচ্ছেন না। রোহিত বলেছিলেন, 'আমি এখনই অবসর নিচ্ছি না। আমি এই ম্যাচ থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি কারণ রান করতে পারছি না। আমি কঠোর পরিশ্রম করে ফিরে আসব।' হিটম্যান আরও বলেন, 'আমি এই ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু কোথাও যাচ্ছি না। এটা অবসর নেওয়ার বা ফরম্যাট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নয়।'
প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই, রোহিতকে রঞ্জি ট্রফি খেলার পরামর্শ দিয়েছেন। শুধু তাই নয়, বিসিসিআই-ও এ ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করেছে।