Rohit Sharma : KKR দলে যোগ দিচ্ছেন রোহিত শর্মা? অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

২০২৬ সালের IPL-এ কলকাতা নাইট রাইডার্সে যোগ দেবেন রোহিত শর্মা? জল্পনা তুঙ্গে। নেপথ্যে KKR-এর একটি পোস্ট। সেই জল্পনা আরও জোরালো হয় রোহিতের বন্ধু অভিষেক নায়ারের শাহরুখ খানের দলে কোচ হিসেবে যোগ দেওয়ায়। এবার সেই ইস্যুতে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স। 

Advertisement
KKR দলে যোগ দিচ্ছেন রোহিত শর্মা? অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স PHOTO- ITG
হাইলাইটস
  • ২০২৬ সালের IPL-এ কলকাতা নাইট রাইডার্সে যোগ দেবেন রোহিত শর্মা?
  • সেই জল্পনা নিয়ে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

২০২৬ সালের IPL-এ কলকাতা নাইট রাইডার্সে যোগ দেবেন রোহিত শর্মা? জল্পনা তুঙ্গে। নেপথ্যে KKR-এর একটি পোস্ট। সেই জল্পনা আরও জোরালো হয় রোহিতের বন্ধু অভিষেক নায়ারের শাহরুখ খানের দলে কোচ হিসেবে যোগ দেওয়ায়। এবার সেই ইস্যুতে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স। 

মুম্বই ইন্ডিয়ান্স সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে। সেটা যে রোহিত শর্মা সম্পর্কিত ও কলকাতাকে কটাক্ষ করে তা কার্যত স্পষ্ট। সেই পোস্টে লেখা, 'কাল ফের সূর্য উঠবে তা নিশ্চিত। তবে এখন নাইট মুশকিল শুধু নয়, কার্যত অসম্ভব (𝗦𝘂𝗻 𝘄𝗶𝗹𝗹 𝗿𝗶𝘀𝗲 𝘁𝗼𝗺𝗼𝗿𝗿𝗼𝘄 𝗮𝗴𝗮𝗶𝗻 ye toh confirm hai, but at (K)night… मुश्किल ही नहीं, नामुमकिन है! 💙)।'  

বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্স (KKR) জানায়, তাদের দলের প্রধান কোচ হয়েছেন অভিষেক নায়ার। এর আগে সেই জায়গায় ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। নায়ার এর আগে শাহরুখের দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। খেলোয়াড়দের উন্নয়ন এবং তরুণ প্রতিভাদের তুলে ধরার ক্ষেত্রে অভিষেক নায়ারের সুনাম রয়েছে। 

এদিকে রোহিত ও অভিষেকের মধ্যে সুসম্পর্ক রয়েছে। তাঁরা বন্ধুও। ৩৮ বছরের রোহিতের ফর্ম ধরে রাখার ক্ষেত্রে অভিষেক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এমনকী হিটম্যানের ফিটনেস ধরে রাখার ক্ষেত্রে অভিষেক সাহায্য করেছিলেন। 

অস্ট্রেলিয়া সফরের আগে রোহিতকে ট্রেনিংও নিতে দেখা গিয়েছিল অভিষেকের কাছে। দুজনই জিমে ও মাঠে একসঙ্গে পরিশ্রম করেছিলেন। তার ফলও পান মুম্বই চা রাজা। ১০ কেজি ওজন কমান তিনি। অস্ট্রেলিয়া সফরে গিয়ে সবথেকে বেশি রানও করেন তিনি। হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। আইসিসির ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসেন। তাও সবথেকে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে। 

এরপর রোহিতকে অভিনন্দন জানায় KKR। সেখানেই একজন ফ্যানের করা কমেন্টের উত্তরও দেয় নাইট শিবির। আর তাতেই আলোড়ন পড়ে যায়। KKR লেখে, 'তুমি বিশ্বের সেরা, এটা তোমার প্রাপ্য। অভিনন্দন, রোহিত...'। তখন একজন কমেন্ট করেন, 'নিশ্চিত?' উত্তরে শাহরুখের দল জানায়, 'নম্বর-১ ওয়ানডে ব্যাটসম্যান নিশ্চিত।' এরপর সেই ফ্যান ফের লেখেন,'অর্থাৎ হিটম্যান  কেকেআরে আসছে।' আর সেই পোস্টই ভাইরাল হয়েছে। 

Advertisement

যদিও এই কমেন্ট নিয়ে KKR বা মুম্বই কেউ কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। তবে কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের আশা, রোহিত কলকাতাতেই খেলবেন। 

POST A COMMENT
Advertisement