Rohit Sharma T20: ফের টি-২০ খেলবেন রোহিত? মিলে গেল BCCI-র সিলমোহরও

Rohit Sharma T20: বর্তমানে ভারতীয় দলের হয়ে ওয়ানডে সিরিজ খেলছেন রোহিত। তাঁর আন্তর্জাতিক ব্যস্ততা সত্ত্বেও ঘরোয়া ক্রিকেটে খেলার আগ্রহটাই এই মুহূর্তে সবচেয়ে বড় বার্তা। মুম্বই ইতিমধ্যেই লিগ পর্বে দুরন্ত ছন্দে, ৫টি ম্যাচের মধ্যে ৪টিতে জয় পেয়ে এ লিট গ্রুপ-এ-র শীর্ষে রয়েছে দল। নকআউটে জায়গা প্রায় নিশ্চিত। এই অবস্থায় অধিনায়ককে পাওয়া মানে দলের আত্মবিশ্বাস আরও বাড়বে।

Advertisement
ফের টি-২০ খেলবেন রোহিত? মিলে গেল BCCI-র সিলমোহরও

Rohit Sharma T20: টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও থামতে চাইছেন না রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের মাঝেই তিনি জানিয়ে দিয়েছেন, আসন্ন সৈয়দ মুশতাক আলি ট্রফির নক আউট ম্যাচে মুম্বইয়ের জার্সি গায়ে নামতে চান তিনি। ১২ থেকে ১৮ ডিসেম্বর ইন্দোরে হবে এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। রোহিতের উপস্থিতি শুধু মুম্বই দলকে শক্তিশালীই করবে না, তরুণ ক্রিকেটারদের মধ্যেও তৈরি করবে বাড়তি উদ্দীপনা।

বর্তমানে ভারতীয় দলের হয়ে ওয়ানডে সিরিজ খেলছেন রোহিত। তাঁর আন্তর্জাতিক ব্যস্ততা সত্ত্বেও ঘরোয়া ক্রিকেটে খেলার আগ্রহটাই এই মুহূর্তে সবচেয়ে বড় বার্তা। মুম্বই ইতিমধ্যেই লিগ পর্বে দুরন্ত ছন্দে, ৫টি ম্যাচের মধ্যে ৪টিতে জয় পেয়ে এ লিট গ্রুপ-এ-র শীর্ষে রয়েছে দল। নকআউটে জায়গা প্রায় নিশ্চিত। এই অবস্থায় অধিনায়ককে পাওয়া মানে দলের আত্মবিশ্বাস আরও বাড়বে।

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে যে রোহিত নিজেই নকআউটে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। চলতি বছরই বোর্ড (BCCI) নির্দেশিকা জারি করেছিল, ভারতীয় ক্রিকেটাররা জাতীয় দায়িত্বে না থাকলে বা চোট থেকে ফিরে এলে ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়া বাধ্যতামূলক। রোহিত সেই নিয়মকেই আরও গুরুত্ব দিচ্ছেন বলে মনে করছে ক্রিকেট মহল।

গত ৭ মে রোহিত ইনস্টাগ্রাম স্টোরিতে ঘোষণা করেন, তিনি লাল বলের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। তার আগে ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপ জয় করে টি-২০ ফর্ম্যাট থেকেও সরে দাঁড়ান হিটম্যান। বর্তমানে তিনি শুধু ওয়ানডে ফর্ম্যাটেই ভারতের হয়ে মাঠে নামছেন। রোহিতের ঘরোয়া ক্রিকেটে ফেরার এই সিদ্ধান্তকে ভারতীয় ক্রিকেটে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবেই দেখছে সকলেই।

 

POST A COMMENT
Advertisement