Rohit Sharma: শিবাজি পার্কে মারকাটারি ব্যাটিং রোহিতের, সোশ্যাল মিডিয়ায় VIRAL VIDEO

মুম্বইয়ের শিবাজি পার্কে অনুশীলন শুরু করে দিলেন রোহিত শর্মা। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে তাঁর ব্যাটিং দেখতে প্রচুর সাধারণ সমর্থক ভিড় জমিয়েছিলেন। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর প্রস্তুতির ছবি ও ভিডিও। অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্য়াচের ওয়ান ডে ও পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল।

Advertisement
শিবাজি পার্কে মারকাটারি ব্যাটিং রোহিতের, সোশ্যাল মিডিয়ায় VIRAL VIDEO রোহিত শর্মা

মুম্বইয়ের শিবাজি পার্কে অনুশীলন শুরু করে দিলেন রোহিত শর্মা। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে তাঁর ব্যাটিং দেখতে প্রচুর সাধারণ সমর্থক ভিড় জমিয়েছিলেন। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর প্রস্তুতির ছবি ও ভিডিও। অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্য়াচের ওয়ান ডে ও পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। 

রোহিত শর্মা ও বিরাট কোহলি দুই অভিজ্ঞ ক্রিকেটারকেই ওয়ান ডে সিরিজের জন্য দলে নেওয়া হয়েছে। এটাই হয়ত অস্ট্রেলিয়ার মাটিতে দুজনেরই শেষ ওয়ান ডে সিরিজ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, চার-ছক্কার বন্যা বইয়ে দিচ্ছেন রোহিত। তবে মনে করা হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। 

ভারতের জার্সিতে শেষবার এই তারকা জুটিকে দেখা গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। অস্ট্রেলিয়া সিরিজে হয়ত রোহিতকে ওপেন করতেই দেখা যাবে। তবে তিনি আর ক্যাপ্টেন হিসেবে খেলবেন না। ইতিমধ্যেই ইংল্যান্ড সফরের আগে টেস্ট থেকে অবসর নিয়ে নিয়েছেন রোহিত ও বিরাট। টি২০ বিশ্বকাপ জেতার পর টি২০ থেকেও অবসর নিয়েছেন দুই তারকা। এবার শুধু ওয়ানডে খেলবেন তাঁরা। তবে ৫০ ওভারের ক্রিকেটেও তাঁরা কতদিন খেলবেন তা এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না।

সূত্রের খবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের পর ঘরোয়া ক্রিকেটেও খেলতে দেখা যাবে ২ জনকে। বিজয় হাজারে ট্রফিতে কয়েকটি ম্য়াচ হয়ত খেলবেন বিরাট ও রোহিত। আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ রয়েছে। তার আগে ঘরোয়া ক্রিকেটে খেলতে পারেন ২ জনে। 

তবে ২০২৭-এ বিশ্বকাপ খেলতে চান দুই তারকাই। তবে নিজেদের টিকিয়ে রাখতে, দুই জনকেই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, 'আগামী ৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ওয়ান ডে ও নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচ রয়েছে ১১ জানুয়ারি। অর্থাৎ পাঁচ সপ্তাহ সময় রয়েছে। বিজয় হাজারে ট্রফি ২৪ ডিসেম্বর থেকে শুরু। মুম্বইয়ের ৬টি রাউন্ড ম্য়াচ রয়েছে। ডিসেম্বরের ২৪, ২৬, ৩১ ও জানুয়ারির ৩, ৬, ৮ ম্য়াচ রয়েছে মুম্বইয়ের। রোহিত তিন-চারটি ম্য়াচ খেলতে পারেন। বিরাটের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। সেক্ষেত্রে কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য রোহিত ও বিরাটের নাম বিবেচনা করা হবে।'

Advertisement

POST A COMMENT
Advertisement