এবার ধোনিদের এই হলুদ জার্সিই গায়ে চাপাবেন সঞ্জু।২০২৫-এর আইপিএল একেবারেই ভাল যায়নি রাজস্থান রয়্যালসের। আর সেই সময়ই রাজস্থানের দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন সঞ্জু স্যামসন। এমনই দাবি করলেন RR-এর সহ-কর্ণধার মনোজ বাদলে। তাঁর দাবি, টুর্নামেন্ট চলাকালীনই প্রথম সঞ্জু স্যামসন তাঁর দল ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছিলেন। দীর্ঘ দিনের সম্পর্কে ইতি টেনে শেষ পর্যন্ত CSK-তে যোগ দিলেন রাজস্থানের প্রাক্তন অধিনায়ক।
চেন্নাই সুপার কিংসে রবীন্দ্র জাডেজা এবং স্যাম কারানকে ট্রেড করে সঞ্জুকে আনা হয়েছে। এর আগে রাজস্থানে প্রায় ১৪ বছর খেলেছেন সঞ্জু। তবে এ বছর চোটের জন্য বহু ম্যাচেই মাঠে নামতে পারেননি। নয়টি ইনিংসে মাত্র একটি অর্ধশতরান করেছেন। অধিনায়ক হিসাবেও কার্যত ব্যর্থ। পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে গিয়ে সিজন শেষ করে রাহানে-সাঙ্গাকারার রাজস্থান।
রাজস্থান টিমের সহ-কর্ণধার জানালেন, 'কলকাতায় নাইটদের বিরুদ্ধে হারের পরেই ড্রেসিংরুম মিটিং বসে। সেখানেই প্রথম মন খুলে কথা বলেন সঞ্জু। নিজের আবেগ চেপে রাখতে পারেননি। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। গত ১৮ বছরে এটিই আমাদের সবচেয়ে খারাপ সিজন গিয়েছে। দল, সমর্থক, ম্যানেজমেন্ট, সবার প্রতি একটা দায়বদ্ধতা ছিল সঞ্জুর।'
বাদলের আরও দাবি, সঞ্জুর সিদ্ধান্ত কিন্তু মোটেও আবেগের বশে নয়। বরং নিজের কেরিয়ারের শেষ অধ্যায়টিকে নতুন ভাবে সাজাতে চান তিনি। সঞ্জুর সততা, আবেগ, কমিটমেন্ট, আজও রাজস্থানের কাছে সমানভাবে মূল্যবান। ২০২১ সালে যখন সঞ্জুকে অধিনায়ক করা হয়েছিল, সেটা একটা বেশ রিস্কি ব্যাপারই ছিল। কিন্তু নিজের যোগ্যতা মাঠে প্রমাণ করেছিলেন সঞ্জু।
১১ বছরে রাজস্থানের হয়ে ৪,০২৭ রান করেছেন সঞ্জু। ২০২২-এ ফাইনালে তুলেছেন। ২০২৪-এ মোট ৫৩১ রান তুলেছেন। ফলে তাঁর খেলা নিয়ে কোনও প্রশ্নের অবকাশ নেই।
এবার চেন্নাইয়ে নতুনভাবে নিজেকে খুঁজে পেতে চাইছেন সঞ্জু। সেখানেও তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। হলুদ জার্সি পরে মাঠে নামলেই এবার চেন্নাইয়ের গ্যালারিতে গর্জে উঠবে সঞ্জু স্যামসনের নাম।