ইংল্যান্ড সফরে ভারতীয় দলে জায়গা হয়নি। তবে ভারতীয় এ দলের হয়ে প্রস্তুতি ম্যাচে নজর কাড়লেন সরফরাজ খান। শূধু নজর কাড়া নয়, ইংল্যান্ডের মাটিতে করলেন ৭৬ বলে সেঞ্চুরি। অন্যদিকে এই ম্যাচে উইকেটই পেলেন না জসপ্রীত বুমরা। প্রথ দিনে হাফ সেঞ্চুরি করেছিলেন কেএল রাহুল ও শুভমন গিল। যা স্বস্তি দিয়েছিল টিম ম্যানেজমেন্টকে।
এর মধ্যে বুমরা উইকেট না পাওয়ায় কিছুটা চিন্তায় তারা। এর আগে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধেও উইকেট পেতে সমস্যা হয়েছিল ভারতীয় বোলারদের। ৩০০ রান পেরিয়ে যায় তারা। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় সরফরাজ খানের সেঞ্চুরি। তাঁর ইনিংসে ছিল ১৫টা চার ও দু'টো বড় ছক্কা। ইংল্যান্ড সফরের দলে সরফরাজের না থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই।
এর আগেও ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ম্যাচেও ৯২ রান করেন সরফরাজ। আর এবার একেবারে সেঞ্চুরি। ভারতের হয়ে এখন পর্যন্ত ছয়টি টেস্ট ম্যাচে সরফরাজ ৩৭.১০ গড়ে ৩৭১ রান করেছেন, যার মধ্যে গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসে তার করা ১৫০ রানের একটি স্মরণীয় ইনিংসও রয়েছে।
দ্বিতীয় দিন শেষ হলে ভারত এ দলের ৬ উইকেটে ২৯৯ রান, মূল ভারতীয় দলের চেয়ে ১৬০ রান পিছিয়ে। সাই সুদর্শন ৬০ বলে ৩৮ রান করেন, অন্যদিকে ঈশান কিষাণ ৫৫ বলে ৪৫ রান যোগ করেন। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া ওয়াশিংটন সুন্দর ৩৫ রান করে নিজেকে সামলে নেন। তবে ভারত এ দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় শূন্য রানে আউট হন।
বন্ধ দরজার পিছনে অনুষ্ঠিত এই ম্যাচটি ইংল্যান্ড সিরিজের আগে ভারতের শেষ প্রস্তুতি ম্যাচ। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটি অনানুষ্ঠানিক টেস্টের পর এই আন্তঃস্কোয়াড খেলাটি অনুষ্ঠিত হচ্ছে - দুটিই ড্রতে শেষ হয়েছে - এবং এতে করুণ নায়ার, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল এবং শার্দুল ঠাকুরের মতো বেশ কয়েকজন প্রান্তিক এবং প্রথম দলের খেলোয়াড় অংশ নিয়েছেন।
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজটি ভারতীয় টেস্ট ক্রিকেটের জন্য একটি নতুন যুগের সূচনা করবে, যেখানে দীর্ঘতম ফর্ম্যাট থেকে খ্যাতিমান রোহিত শর্মা এবং বিরাট কোহলি এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে রবিচন্দ্রন অশ্বিনের অবসরের পর শুভমান গিল দলের নেতৃত্ব দেবেন।