Sarfaraz Khan: ৪২ বলে বিধ্বংসী সেঞ্চুরি, IPL নিলামের আগেই বড় বার্তা সরফরাজের

ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরেই দারুণ ছন্দে রয়েছেন সরফরাজ খান। তবুও ভারতীয় দলে জায়গা হচ্ছে না তাঁর। কিছুদিনের মধ্যেই আইপিএল-এর নিলাম রয়েছে। তার আগে ফের জ্বলে উঠল সরফরাজের ব্যাট। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেঞ্চুরি করে ফেললেন সরফরাজ। মাত্র ৪৭ বলে ১০০ করে ফেলেন তিনি।

Advertisement
৪২ বলে বিধ্বংসী সেঞ্চুরি, IPL নিলামের আগেই বড় বার্তা সরফরাজেরসরফরাজ

ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরেই দারুণ ছন্দে রয়েছেন সরফরাজ খান। তবুও ভারতীয় দলে জায়গা হচ্ছে না তাঁর। কিছুদিনের মধ্যেই আইপিএল-এর নিলাম রয়েছে। তার আগে ফের জ্বলে উঠল সরফরাজের ব্যাট। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেঞ্চুরি করে ফেললেন সরফরাজ। মাত্র ৪৭ বলে ১০০ করে ফেলেন তিনি।

তাঁর ইনিংসে ছিল আটটি চার এবং সাতটি ছক্কা মারেন এবং তার দলকে ২২০ রানে পৌঁছাতে সাহায্য করেন। এই পারফরম্যান্স আইপিএল নিলামের আগে তার দর বাড়াতে পারে। অসমের বিরুদ্ধে ম্যাচে, মুম্বই প্রথমে ব্যাট করে দারুণ শুরু করে। তবে, আয়ুশ মাত্রে তাড়াতাড়ি আউট হয়ে যান। মাত্র ১৪ বলে ২১ রান করেন। এরপর সরফরাজ খান ক্রিজে আসেন , অধিনায়ক অজিঙ্ক রাহানেকে সঙ্গে নিয়ে।

সরফরাজ প্রথমে দ্রুত তার অর্ধশতক পূর্ণ করেন এবং তারপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন, মাত্র ৪৭ বলে তাঁর প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেন। তাঁর ইনিংসে আর্টটি চার এবং সাতটি ছক্কা ছিল। রাহানে ৩২ বলে ৪২ রান করেন, আর সূর্যকুমা যাদব ১২ বলে ২০ রান করেন। সরফরাজ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন এবং তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য মুম্বই ২০ ওভারে ৪ উইকেটে ২২০ রানের বড় স্কোর করে।

আইপিএল নিলামের আগে প্রত্যাশা বেড়ে গেছে
ঘরোয়া ক্রিকেটে বড় স্কোর করলেও, এটি সরফরাজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি। আইপিএলে তার পারফরম্যান্স এখন পর্যন্ত বিশেষভাবে চিত্তাকর্ষক নয়, তবে এই ফর্ম তাকে নিলামে অনেক ফ্র্যাঞ্চাইজির লক্ষ্য বস্তুতে পরিণত করবে তা নিশ্চিত।

POST A COMMENT
Advertisement