ICC-র সমালোচনা করলেন আফ্রিদি ভারতে খেলতে আসতে না চাওয়ায় বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে ICC। বাংলাদেশ ১৬-২ ভোটে হেরে যাওয়ার পরও তারা ভারতের বদলে অন্য জায়গায় খেলার বিষয়ে গোঁ ধরে বসেছিল। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও লিটন দাসদের ক্রিকেট বোর্ডের থেকে কোনও উত্তর না পেয়ে তাদের টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়। এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সমালোচনা করেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি।
এমনিতেই বাংলাদেশের ভারতে খেলতে না আসা নিয়ে বিতর্কের জন্ম হয়েছে। এই ইস্যুতে পাকিস্তান বরাবরই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এখন শাহিদ আফ্রিদির অভিযোগ, বাংলাদেশের সঙ্গে অন্যায় করেছে ICC। তারা দ্বিমুখী আচরণ করছে। উদাহরণস্বরূপ তিনি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির উদাহরণ দেন। নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, সেই সময় নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে আসতে চায়নি ভারতীয় দল। সেই কারণে তাদের ম্যাচ দুবাইতে করানো হয়েছিল। অথচ বাংলাদেশের ক্ষেত্রে এমনটা কেন হল? তাদের কেন ভারতেই খেলতে হবে?
শাহিদ আফ্রিদি বলেন, প্রতিটি দলের জন্য নিয়ম একই হওয়া উচিত। কোনও একটা দলকে বেশি গুরুত্ব দেওয়ার কোনও অর্থ নেই। সেটা হলে তা দ্বিচারিতা। তিনি লেখেন, 'ন্য়ায্য নীতি সবার জন্য থাকা দরকার। বাংলাদেশের ক্রিকেটাররা এই জায়গায় এসেছে নিজেদের যোগ্যতায়। ICC-র উচিত সেতু নির্মাণ করা, বিভাজন বানানো নয়।'
আফ্রিদির মতো একই সুর শোনা যায় প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা জেসন গিলেসপির গলাতেও। তিনিও ICC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, 'ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের অনুমতি দেওয়ার পর কেন বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরপেক্ষ ভেন্যুতে খেলার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছিল?ICC-র উচিত এই সিদ্ধান্তের স্পষ্ট ব্যাখ্যা দেওয়া।' যদিও পরে তিনি সেই পোস্ট মুছে দেন তিনি।
যদিও যাবতীয় বিতর্কে জল ঢেলে ICC জানিয়েছে, বাংলাদেশের অভিযোগের পর নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছিল। তাদের প্রতিবেদন পর্যালোচনার পর দেখা যায়, বাংলাদেশ দলের ভারতে কোনও নিরাপত্তার ঝুঁকি নেই। তাই তাদের ভেন্যু সরানো হয়নি।