Virat Kohli: দেশের তোমার দরকার... বিরাটকে টেস্টে ফেরত আসার আবেদন শশী থারুরের

টেস্ট ক্রিকেটে বিরাট কোহলিকে মিস করছেন কংগ্রেস নেতা ও সাংসদ শশী থারুর। আর সেই কারণেই দেশের স্বার্থে অবসর ভেঙে ফিরে আসার আবেদন জানালেন তিনি। ইংল্যান্ড সিরিজের আগে বিরাট কোহলির টেস্ট থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত সবাইকে অবাক করেছিল। ভারত ইংল্যান্ড সফরে ১-২ ব্যবধানে পিছিয়ে। শেষ দিনের হাড্ডাহাড্ডি লড়াই বাকি। এর মধ্যেই এমন আবেদন করে বসলেন কংগ্রেস সাংসদ।

Advertisement
দেশের তোমার দরকার... বিরাটকে টেস্টে ফেরত আসার আবেদন শশী থারুরেরবিরাট কোহলি

টেস্ট ক্রিকেটে বিরাট কোহলিকে মিস করছেন কংগ্রেস নেতা ও সাংসদ শশী থারুর। আর সেই কারণেই দেশের স্বার্থে অবসর ভেঙে ফিরে আসার আবেদন জানালেন তিনি। ইংল্যান্ড সিরিজের আগে বিরাট কোহলির টেস্ট থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত সবাইকে অবাক করেছিল। ভারত ইংল্যান্ড সফরে ১-২ ব্যবধানে পিছিয়ে। শেষ দিনের হাড্ডাহাড্ডি লড়াই বাকি। এর মধ্যেই এমন আবেদন করে বসলেন কংগ্রেস সাংসদ।

কী লিখলেন থারুর?
শশী থারুর X-এ লিখেছেন, 'এই সিরিজে আমি বিরাট কোহলিকে কয়েকবার মিস করেছি, কিন্তু এই টেস্ট ম্যাচে আরও বেশি। তার দুর্দান্ত ব্যাটিং দক্ষতা, তার ধৈর্য, আবেগ এবং মাঠে অনুপ্রেরণা দেওয়ার কথা তো বাদই দিলাম, ফলাফল বদলে দিতে পারত। তাকে অবসর থেকে বের করে আনতে কি খুব দেরি হয়ে গিয়েছে? বিরাট, দেশের তোমার প্রয়োজন।'

শশী থারুরের এই টুইটটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেক ভক্তও থারুরের সঙ্গে একমত। তারা সকলেই বিরাট কোহলির টেস্ট ক্রিকেটে ফিরে আসার দাবি জানাচ্ছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটসম্যানরা ভালো পারফম করেছে, তবে শশী থারুর এবং এই ক্রিকেট ভক্তরা মাঠে কিং কোহলির অনুপস্থিতি অবশ্যই অনুভব করেছেন।

দুর্দান্ত টেস্ট রেকর্ড বিরাটের
৩৬ বছর বয়সী বিরাট কোহলি ভারতের হয়ে ১২৩টি টেস্ট ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ৪৬.৮৫ গড়ে ৯২৩০ রান করেছেন। টেস্ট ক্রিকেটে কোহলি ৩০টি সেঞ্চুরি এবং ৩১টি হাফ সেঞ্চুরি করেছেন। কোহলির সেরা স্কোর ছিল ২৫৪"। কোহলি ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। কোহলির নেতৃত্বে ভারতীয় দল ৬৮টি টেস্টের মধ্যে ৪০টিতে জিতেছে। অন্যদিকে টিম ইন্ডিয়া ১৭টি ম্যাচ হেরেছে। ১১টি ম্যাচ ড্র হয়েছে।

২০২৫ সালের ১২ মে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। তার কয়েকদিন আগে, ৭ মে, রোহিত শর্মাও টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। কোহলি এবং রোহিত ইতিমধ্যেই টি-টোয়েন্টি আন্তর্জাতিককে বিদায় জানিয়েছিলেন। এমন পরিস্থিতিতে, এই দুই কিহ্বদন্তিকে এখন ভারতের হয়ে কেবল ওয়ানডে ক্রিকেট খেলতে দেখা যাবে।  

Advertisement

POST A COMMENT
Advertisement