Shreyas Iyer: এশিয়া কাপের দলে জায়গা পাননি, এবার আরও বড় দায়িত্বে শ্রেয়স

এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দলে (Team India) জায়গা পাননি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। যা নিয়ে কম বিতর্ক হয়নি। তাঁকে জায়গা দিতে না পেরে দুঃখপ্রকাশ করেছিলেন ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকর (Ajit Agarkar)। আর এবার অস্ট্রেলিয়া (India vs Australia) সিরিজের জন্য ভারতীয় এ (India A) দলের ক্যাপ্টেন করে দেওয়া হল শ্রেয়স আইয়ারকে।

Advertisement
এশিয়া কাপের দলে জায়গা পাননি, এবার আরও বড় দায়িত্বে শ্রেয়সশ্রেয়াস আইয়ার

এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দলে (Team India) জায়গা পাননি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। যা নিয়ে কম বিতর্ক হয়নি। তাঁকে জায়গা দিতে না পেরে দুঃখপ্রকাশ করেছিলেন ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকর (Ajit Agarkar)। আর এবার অস্ট্রেলিয়া (India vs Australia) সিরিজের জন্য ভারতীয় এ (India A) দলের ক্যাপ্টেন করে দেওয়া হল শ্রেয়স আইয়ারকে। 

শনিবার অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা করে বিসিসিআই (BCCI)। সেখানে দেখা যায়, ক্যাপ্টেন হিসেবে দলে রয়েছেন শ্রেয়স আইয়ার। পশাপাশি ধ্রুভ জুড়েলকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। দুটি টেস্ট ম্যাচের পাশাপাশি তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারতীয় এ দল ও অস্ট্রেলিয়া এ দল। ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট ম্যাচ। ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর অবধি হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। 

দলীপ ট্রফিতে ভাল পারফর্ম করায় জায়গা পেয়েছেন এন জগদীশন, দেবদত্ত পাডিক্কল ও আয়ুশ বাদোনি। দলে রাখা হয়েছে অভিমন্যু ঈশ্বরণ, সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডিরাও। এছাড়াও জায়গা পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ, খলিল আহমেদরা। তবে ভাল পারফর্ম করলেও দল থেকে বাদ পড়েছেন ঋতুরাজ গায়কোয়াড় ও রজত পতিদার।

আরও দুই তারকা ক্রিকেটার কেএল রাহুল ও মহম্মদ সিরাজকেও দেখা যাবে এই সিরিজে। দ্বিতীয় টেস্টে খেলবেন তাঁরা। প্রথম টেস্ট শেষ হওয়ার পরে স্কোয়াডের দুই ক্রিকেটারকে বসিয়ে সুযোগ দেওয়া হবে তাঁদের। এশিয়া কাপ শেষ হওয়ার পর, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ খেলবে ভারত। এরপরেই অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের সিরিজের জন্য উড়ে যাবে টিম ইন্ডিয়া। সেখানে গিয়ে টি২০ সিরিজের পাশাপাশি একদিনের সিরিজও খেলবে ভারতীয় দল। সে কারণেই, এ দলের হয়ে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শ্রেয়স আইয়ারের জন্য।

ভারতীয় এ দলের স্কোয়াড- শ্রেয়স আইয়ার (সি), অভিমন্যু ইশ্বরন, এন জগদীসান (ডব্লিউকে), সাই সুধারসন, ধ্রুব জুরেল (ভাইস ক্যাপ্টেন ও উইকেট কিপার), দেবদত্ত পাডিক্কল, হর্ষ দুবে, আয়ুশ বাদোনি, নীতীশ কুমার রেড্ডি, তনুশ কোটিয়ান, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনূর ব্রার, খলিল আহমেদ, মানব সুথার, ইয়াশ ঠাকুর 

Advertisement

POST A COMMENT
Advertisement