Asia Cup 2025: 'অন্তত দলে রাখতে পারত...' ছেলে বাদ পড়তেই ক্ষোভ শ্রেয়সের বাবার

আইপিএল-এ দারুণ পারফর্ম করলেও, বাদ পড়তে হয়েছে এশিয়া কাপের দল থেকে। এ ব্যাপারে নিজের ক্ষোভ চেপে রাখতে পারলেন না শ্রেয়স আইয়ারের বাবা সন্তোষ আইয়ার। এশিয়া কাপের দল ঘোষণা হয়, মঙ্গলবার। আর সেই দলে নেই যশস্বী জয়সওয়াল ও শ্রেয়াস আইয়ার। সে সময় থেকেই শুরু হয়ে যায় নানা গুঞ্জন। তবে এ ব্যাপারে মুখ খোলেন অজিত আগারকর।

Advertisement
'অন্তত দলে রাখতে পারত...' ছেলে বাদ পড়তেই ক্ষোভ শ্রেয়সের বাবার

আইপিএল-এ দারুণ পারফর্ম করলেও, বাদ পড়তে হয়েছে এশিয়া কাপের দল থেকে। এ ব্যাপারে নিজের ক্ষোভ চেপে রাখতে পারলেন না শ্রেয়স আইয়ারের বাবা সন্তোষ আইয়ার। এশিয়া কাপের দল ঘোষণা হয়, মঙ্গলবার। আর সেই দলে নেই যশস্বী জয়সওয়াল ও শ্রেয়াস আইয়ার। সে সময় থেকেই শুরু হয়ে যায় নানা গুঞ্জন। তবে এ ব্যাপারে মুখ খোলেন অজিত আগারকর।

দারুণ ছন্দে শ্রেয়স
এবারের আইপিএল-এ ৭০০-র ও বেশি রান করেছেন এই ব্যাটার। স্ট্রাইক রেট ১৭৫-এর বেশি। পঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছিলেন যিনি, তার আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন, তিনি এবারের এশিয়া কাপে জায়গা পেলেন না কেন? এর উত্তর সঠিকভাবে দিতে পারেননি আগারকরও। শুধু বলেছেন জায়গা নেই। 

যা বললেন শ্রেয়সের বাবা
এ ব্যাপারে কথা বলতে গিয়ে শ্রেয়সের বাবা সন্তোষ বলেন, 'আমি বুঝতে পারছি না, টি-টোয়েন্টি দলে ঢোকার জন্য শ্রেয়সকে আর কী করতে হবে। প্রতি বছর আইপিএলে অসাধারণ খেলছে। দিল্লি ক্যাপিটালস থেকে কলকাতা নাইট রাইডার্স, তারপর পঞ্জাব কিংস—তিনটি দলেই অধিনায়ক হিসেবে পারফর্ম করেছে। ২০২৪-এ কেকেআরকে শিরোপা জিতিয়েছে। এ বছর আবার পঞ্জাবকে ফাইনালে নিয়ে গেছে। আমি তো বলছি না ওকে ভারতীয় দলের অধিনায়ক বানাতে হবে, কিন্তু অন্তত স্কোয়াডে তো থাকা উচিত ছিল!’

ছেলে শ্রেয়সও কি এ ব্যাপারে কিছু জানিয়েছেন তাঁর বাবাকে? প্রশ্নের উত্তরে সন্তোষ বলেন, 'শ্রেয়স নিজের হতাশা প্রকাশ করে না। বাইরে থেকে সবসময় শান্ত। ভারতীয় দলে জায়গা না হলেও ও কারও বিরুদ্ধে অভিযোগ তোলে না। শুধু বলে, ‘মেরা নসিব হ্যায়!’ (এটাই আমার ভাগ্য)। কিছু করার নেই। ভিতরে ভিতরে অবশ্যই কষ্ট পায়, কিন্তু মুখে সেটা কখনও প্রকাশ পায় না!’ 

কেন বাদ শ্রেয়স?
শ্রেয়সের ব্যাপারটা দুর্ভাগ্যজনক বলেই জানিয়েছেন আগরকর। বলেন, 'ওর কোনও দোষ নেই। তবে শ্রেয়স কার জায়গায় খেলবে? এই মুহূর্তে, তাকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।' এশিয়া কাপ ২০২৫ ক্রিকেট টুর্নামেন্ট ৯ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপ এবার সংযুক্ত আরব আমিরাশাহীর (UAE) দু'টি শহর, আবুধাবি এবং দুবাইতে অনুষ্ঠিত হবে। ভারতীয় দলকে এশিয়া কাপে পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে গ্রুপ এ-তে রাখা হয়েছে।

Advertisement

তবে টি২০-র ক্ষেত্রে না হলেও, একদিনের ক্রিকেটে তাঁকে পরবর্তী ক্যাপ্টেন হিসেবেও ভাবা হচ্ছে বলে সূত্রের খবর। রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এই সম্ভাবনার কথাও উঠে আসছে।  

POST A COMMENT
Advertisement