Shreyas Iyer Health Update: কেমন আছেন শ্রেয়স? চোটের পর এই প্রথম নিজের মুখে জানালেন

'প্রতিদিন সুস্থ হয়ে উঠছি...' নিজের স্বাস্থ্য নিয়ে এমনটাই জানালেন ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ার। আর শ্রেয়সের মুখে এই কথা শুনে শান্তি পেয়েছেন ফ্যানেরা। কমেছে আশঙ্কা, উৎকণ্ঠা।

Advertisement
কেমন আছেন শ্রেয়স? চোটের পর এই প্রথম নিজের মুখে জানালেনশ্রেয়স আইয়ারের স্বাস্থ্য কেমন রয়েছে?
হাইলাইটস
  • 'প্রতিদিন সুস্থ হয়ে উঠছি...'
  • নিজের স্বাস্থ্য নিয়ে এমনটাই জানালেন ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ার
  • শ্রেয়সের মুখে এই কথা শুনে শান্তি পেয়েছেন ফ্যানেরা

'প্রতিদিন সুস্থ হয়ে উঠছি...' নিজের স্বাস্থ্য নিয়ে এমনটাই জানালেন ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ার। আর শ্রেয়সের মুখে এই কথা শুনে শান্তি পেয়েছেন ফ্যানেরা। কমেছে আশঙ্কা, উৎকণ্ঠা।

ইনজুরি থেকে সেরে উঠছেন

শ্রেয়স আইয়ার অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা তৃতীয় একদিনের ম্যাচে পিছনে দৌঁড়ে একটি দারুণ ক্যাচ লোপেন। আর সেই ক্যাচ ধরার সময় তাঁর গুরুতর লাগে চোট। তিনি মাঠেই কাতরাতে থাকেন। তখন মেডিক্যাল টিম এসে তাঁকে নিয়ে বাইরে যায়।

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, পাঁজরে জোর আঘাত লেগেছে শ্রেয়সের। পরে অন্য বড় সমস্যার ইঙ্গিত পেয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তারপর দেখা যায় শ্রেয়সের প্লীহা বা স্পিনে গুরুতর চোট রয়েছে। সেখানে হচ্ছে রক্তক্ষরণ। এমন পরিস্থিতিতে এই ভারতীয় ক্রিকেটারকে আইসিইউ-তে রাখা হয়।

আর এই খবর সামনে আসার পরই আশঙ্কা, উৎকণ্ঠা বাড়ে। যদিও এরই মাঝে শ্রেয়সের হেলথ আপডেট দেন সূর্যকুমার যাদব। তিনি জানান, শ্রেয়স তাঁর মেসেজের উত্তর দিচ্ছেন। অর্থাৎ সে ভাল রয়েছে।

যদিও তারপরও শ্রেয়সের মুখ থেকে কথা শোনার জন্য আগ্রহী হয়ে উঠেছিলেন ফ্যানেরা। আর অবশেষে সেই চাহিদাও পূরণ হল। নিজের হেলথ আপডেট দিলেন ভারতের একদিনে দলের সহ-অধিনায়ক।

কী বলেন শ্রেয়স?

এ দিন এক্স জানান, 'আমি বর্তমানে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছি। প্রতিদিন সুস্থ হচ্ছি। আমি যে ধরনের শুভেচ্ছা এবং সমর্থন পেয়েছি তা দেখে গভীরভাবে কৃতজ্ঞ। এর সত্যিকার অর্থ অনেক। আপনাদের মনে আমাকে রাখার জন্য অনেক ধন্যবাদ।' অর্থাৎ বার্তা স্পষ্ট। ভালো হয়ে উঠছেন শ্রেয়স।

কী জানায় BCCI?

শ্রেয়সের হেলথ আপডেট দেয় BCCI-ও। তাদের পক্ষ থেকে জানান হয়, প্রথমেই আঘাতটা চিহ্নিত করা হয়েছিল। রক্তপাত বন্ধ করা হয়। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২৮ অক্টোবর একটা রিপিট স্ক্যানও করা হয়। সেখানেও উন্নতি লক্ষ করা যায়। এখন শ্রেয়স সুস্থ হয়ে ওঠার পথে রয়েছে। এখন দেখার চোট সারিয়ে ঠিক কবে মাঠে ফেরেন তিনি।

Advertisement

ICU-এর বাইরে এসেছেন

হাসপাতালে প্রথম দিন থেকেই ICU তে ছিলেন তিনি। তাঁকে নিয়ে ছিল আশঙ্কা। সকলেই আশায় ছিলেন তিন দ্রুত সেখান থেকে বেরিয়ে আসবেন। তবে সেই আশা পূরণ হয়ে গিয়েছে। বুধবার তাঁকে সেখান থেকে বের করে আনা হয়। নইলে বিপদ হতে পারে। 

 

POST A COMMENT
Advertisement