গিল ফিরছেন কিছু দিনের মধ্যেদক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টে ব্যাট করতে গিয়ে ঘাড়ে মারাত্মক চোট পান ভারতের ক্যাপ্টেন। তাঁকে নিয়ে যেতে হয় হাসপাতালে। গুয়াহাটি টেস্টে দলের সঙ্গে গেলেও তিনি খেলেননি। ছিটকে গিয়েছেন একদিনের সিরিজ থেকে। তবে টি২০ সিরিজে তিনি খেলবেন কিনা বা ঠিক কবে তিনি ফেরত আসবেন সেটাই এখন বড় চিন্তা টিম ম্যানেজমেন্টের।
কবে কোন ম্যাচে নামছেন গিল?
ম্যাচ খেলতে নামছেন শুভমন গিল। টি২০ সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি খেলবেন কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। কারণ অনেকটা সুস্থ হলেও, খেলার মতো জায়গায় আসেননি তিনি। ব্যাঙ্গালোরে সেন্টার অফ এক্সিলেন্সে শুক্রবার একটি ম্যাচ খেলবেন গিল। ব্যাটিং শুরু করলেও এখনও পুরোপুরি ফিট কিনা তা জানা যাবে ম্যাচের পরে।
বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব করছেন গিল
আপাতত বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে মেডিক্যাল দল নজর রাখবে তাঁর উপর। যা পরিস্থিতি, তাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও তাঁর খেলার সম্ভাবনা কম। পিটিআই এর খবর অনুসারে, গিল চিকিৎসার অংশ হিসেবে ইনজেকশন নিয়েছেন এবং তাঁকে ২১ দিনের বিশ্রাম ও রিহ্যাব শুরু হয়েছে। সিওই স্পোর্টস সায়েন্স ইউনিট এখন তাঁকে ব্যাটিং অনুশীলন পুনরায় শুরু করার আগে ফিটনেস পরীক্ষার সম্পূর্ণ ক্রম গতিশীলতা স্থিতিশীলতা এবং ক্রিকেট-নির্দিষ্ট গতিবিধি পরীক্ষা করবে।
কোনও ঝুঁকি নিতে চাইছে না বোর্ড
যতক্ষণ না তিনি ১০০ শতাংশ সুস্থ হয়ে উঠছেন, ততক্ষণ তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না বোর্ডা আপাতত সেন্টার অফ এক্সেলেন্সে হালকা অনুশীলন করবেন তিনি। জগিং, জিনে শরীরচর্চার পাশাপাশি শুভমনের ডায়েটের দিকেও নজর রাখা হবে। প্রতিদিন কিছু পরীক্ষা হবে তাঁর। ঘাড়ে নতুন করে ব্যথা বা অস্বস্তি হচ্ছে কিনা, সে দিকে নজর রাখা হবে। চলতি সপ্তাহের শেষ দিক থেকে নোট ব্যাটিং শুরু করবেন খান যার সবটাই নির্ভর করছে তিনি কতটা সুস্থ শুয়েছেন তার উপর।