টি২০ সিরিজে ফিরছেন শুভমন গিল? দেশের হয়ে না খেললেও আইপিএলে নিয়মিত খেলেছেন তিনি। এই মরসুমে করেছেন ৬৫০ রানও। সূত্রের খবর ফর্মে থাকা শুভমানকে (Shubman Gill) টি-২০তে তাঁকে ফেরাতে চলেছে বিসিসিআই। আসন্ন এশিয়া কাপে ভারতের জার্সিতে মাঠে নামবেন তিনি। এমনকি সহ-অধিনায়কের দায়িত্বও পেতে পারেন তিনি।
পরের বছরেই রয়েছে টি২০ বিশ্বকাপ। ফলে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের উপর জোর দিচ্ছে গতবারের চ্যাম্পিয়নরা। সেই কারণেই গিলকে ফিরিয়ে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে গত বছরের জুলাইয়ের পর আর টি২০ খেলতে নামেননি গিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে ভাইস ক্যাপ্টেন ছিলেন গিল। আবার সেই পদ তিনি ফেরত আসতে পারেন কিনা সেটাই দেখার।
গিলের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা যখন আবার শুরু হচ্ছে, তখন দেখে নেওয়া যাক টি২০ ক্রিকেটে গিলের রেকর্ড কেমন? ২১টি টি-টোয়েন্টি খেলেছেন এবং ৩০.৪২ গড়ে এবং ১৩৯.২৭ স্ট্রাইক রেট সহ ৫৭৮ রান করেছেন, যার মধ্যে একটি একশো এবং তিনটি অর্ধশতরান রয়েছে।
তার আইপিএল স্ট্রাইক রেটও একই (১৩৮.৭১)। ১১৫ ইনিংসে ৩৯.৪৪ গড়ে ৩৮৬৬ রান করেছেন গিল। টি-টোয়েন্টি ক্যারিয়ারে গিলের অসাধারণ পারফর্মেন্স থাকলেও, বর্তমান ভারতীয় টি-টোয়েন্টি দলে তিনি আদর্শ খেলোয়াড় নাও হতে পারেন। তবে আপাতত সূর্যকুমার যাদব সুস্থ হয়ে মাঠে ফিরতে না পারায়, গিলকে ফেরানো হতে পারে।
গিল এলে বাদ যেতে পারেন যারা
সঞ্জু স্যামসন- ২০১৫ সালে ভারতীয় জার্সিতে অভিষেক হয়েছিলো সঞ্জু স্যামসনের (Sanju Samson)। রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিড় কোচ থাকাকালীন নিয়মিত সুযোগ পান নি কেরলের তারকা। পরিস্থিতি বদলায় গৌতম গম্ভীর দায়িত্ব পাওয়ার পর। শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের বিপক্ষে একটানা খেলার সুযোগ পান সঞ্জু। শুভমানের অনুপস্থিতিতে তাঁকে ওপেনার হিসেবে ব্যবহার করেছিলেন নতুন কোচ।
অভিষেক শর্মা- শুভমানের (Shubman Gill) অবর্তমানে ওপেনিং স্লটে জায়গা পেয়েছিলেন অভিষেক শর্মা’ও (Abhishek Sharma)। পঞ্জাবের বাম হাতি তরুণও নজর কেড়েছেন গত কয়েক মাসে। জিম্বাবুয়ের বিরুদ্ধে শতরান করেছেন। তিন অঙ্কের গণ্ডী পেরিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষেও। শুভমানের রেকর্ড ভেঙেই আন্তর্জাতিক টি-২০তে কোনো ভারতীয়ের খেলা সর্বোচ্চ রানের ইনিংসটির মালিক হয়েছেন।
তিলক ভর্মা- গত কয়েক মাসে তিন বা চারে খেলে এসেছেন হায়দ্রাবাদের তরুণ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছেন জোড়া শতরান। কিন্তু তা সত্ত্বেও শুভমানকে জায়গা ছাড়তে গিয়ে পছন্দের পজিশন হারাতে পারেন তিনি। মিডল অর্ডারের অন্যান্য পজিশনগুলিতে দেখা যাবে অধিনায়ক সূর্যকুমার বা হার্দিক পান্ডিয়াদের মত তারকাদের।