বিশ্বকাপ শুরু হওয়ার আগেই শুভমন গিলের চোট সমস্যায় ফেলে দিয়েছে ভারতীয় দলকে। মনে করা হচ্ছিল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারবেন না ভারতীয় দলের ওপেনার। তবে ভারতীয় দল সূত্রের খবর, অস্ট্রেলিয়া ম্যাচে গিল খেলতেও পারেন।
কেমন আছেন গিল?
টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন শুভমন গিল। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাই অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন কিনা তা এখনই বলা যাচ্ছে না। রবিবার ম্যাচের দিন তিনি কেমন থাকেন তা দেখেই সিদ্ধান্ত নেবে ভারতের টিম ম্যানেজমেন্ট। টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, 'ও এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। মেডিকেল টিম পর্যবেক্ষণে রেখেছে তাকে। ও এখনই অস্ট্রেলিয়া ম্যাচ থেকে বাদ পড়ে গিয়েছে তা বলা যাবে না। দেখতে হবে রবিবার ও কেমন থাকে। তারপরেই সিদ্ধান্ত নেব।'
বৃহস্পতিবার এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার নেট সেশনেও অংশ নেননি। এরপর ডেঙ্গি সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা করা হয়, তাঁর চিকিৎসা চলছে। এই বিষয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন যে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট ক্রমাগত গিলের স্বাস্থ্যের উপর নজর রাখছে। শুক্রবার আরেক দফা পরীক্ষা হবে। এর পরই ঠিক হবে শুভমান গিল ক্যাঙ্গারুদের বিপক্ষে খেলবেন কি না।
কে ওপেন করবেন?
এমতাবস্থায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন ইশান কিষান। আরও একজন প্রতিযোগী হলেন কে এল রাহুল। কারণ এশিয়া কাপ থেকে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। কিন্তু, কোনও অবস্থাতেই গিল না খেললে সেটা হবে ভারতের জন্য বড় ধাক্কা। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেছিলেন গিল। ওয়েস্ট ইন্ডিজ সফর বাদ দিয়ে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও দাপুটে রান করেছিলেন। ২০২৩ মরশুমে ৮৯০ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। সাম্প্রতিক এশিয়া কাপেও তিনি ৩০২ রান করেছিলেন।