Shubman Gill: রিহ্যাব শুরু করলেন গিল, দঃ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে খেলবেন?

সুস্থ হওয়ার পথে শুভমন গিল। ইডেন টেস্টে ঘাড়ে চোট পাওয়ার পর ছিটকে গিয়েছেন ভারতের টেস্ট ও ওডিআই ক্যাপ্টেন। একদিনের সিরিজে না থাকলেও তিনি কি টি২০ সিরিজে দলে ফিরবেন? সেটাই এখন বড় প্রশ্ন। তবে আশার কথা, গিল ইতিমধ্যেই রিহ্যাব চালু করে দিয়েছেন। ৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে টি২০ সিরিজ।

Advertisement
রিহ্যাব শুরু করলেন গিল, দঃ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে খেলবেন?

সুস্থ হওয়ার পথে শুভমন গিল। ইডেন টেস্টে ঘাড়ে চোট পাওয়ার পর ছিটকে গিয়েছেন ভারতের টেস্ট ও ওডিআই ক্যাপ্টেন। একদিনের সিরিজে না থাকলেও তিনি কি টি২০ সিরিজে দলে ফিরবেন? সেটাই এখন বড় প্রশ্ন। তবে আশার কথা, গিল ইতিমধ্যেই রিহ্যাব চালু করে দিয়েছেন। ৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে টি২০ সিরিজ।

আপাতত বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে মেডিক্যাল দল নজর রাখবে তাঁর উপর। যা পরিস্থিতি, তাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও তাঁর খেলার সম্ভাবনা কম। পিটিআই এর খবর অনুসারে, গিল চিকিৎসার অংশ হিসেবে ইনজেকশন নিয়েছেন এবং তাঁকে ২১ দিনের বিশ্রাম ও রিহ্যাব শুরু হয়েছে। সিওই স্পোর্টস সায়েন্স ইউনিট এখন তাঁকে ব্যাটিং অনুশীলন পুনরায় শুরু করার আগে ফিটনেস পরীক্ষার সম্পূর্ণ ক্রম - গতিশীলতা, স্থিতিশীলতা এবং ক্রিকেট-নির্দিষ্ট গতিবিধি পরীক্ষা করবে। 

ইডেন টেস্টে চোটের পর গুয়াহাটিতে দলের সঙ্গে গিয়েছিলেন শুভমন। কিন্তু সেখানে খেলতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগেই গুয়াহাটি থেকে মুম্বইয়ে চলে যান ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক। সেখানে কিছু দিন ফিজ়িয়োথেরাপি চলে তাঁর। বেঙ্গালুরু যাওয়ার আগে মুম্বই থেকে চণ্ডীগড়ে যান শুভমন। সেখানে পরিবারের সঙ্গেও সময় কাটান তিনি। এবার তিনি যোগ দিয়েছেন বেঙ্গালুরুতে ক্যাম্পে। 

এখনই খেলার সম্ভাবনা নেই শুভমনের। যত ক্ষণ না তিনি ১০০ শতাংশ সুস্থ হয়ে উঠছেন, তত ক্ষণ তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। আপাতত সেন্টার অফ এক্সেলেন্সে হালকা অনুশীলন করবেন তিনি। জগিং, জিমে শরীরচর্চার পাশাপাশি শুভমনের ডায়েটের দিকেও নজর রাখা হবে। প্রতিদিন কিছু পরীক্ষা হবে তাঁর। ঘাড়ে নতুন করে ব্যথা বা অস্বস্তি হচ্ছে কিনা, সে দিকে নজর রাখা হবে। চলতি সপ্তাহের শেষ দিক থেকে নেটে ব্যাটিং শুরু করবেন শুভমন। তবে সবটাই নির্ভর করছে, তিনি কতটা সুস্থ হয়েছেন তার উপর। 

Advertisement

POST A COMMENT
Advertisement