Shubman Gill: দ্বিতীয় টেস্টের জন্য গুয়াহাটি যাবেন গিল? আপডেট দিল BCCI

ইডেনে ব্যাট করার সময় চোট পেয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল। তারপর থেকেই তাঁর দ্বিতীয় টেস্টের জন্য গুয়াহাটি যাওয়া নিয়ে প্রশ্ন উঠে যায়। যদিও সেই আশঙ্কাকে দূর করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই-এর তরফ থেকে জানান হয়েছে, গুয়াহাটি যাচ্ছেন শুভমন। তবে ২২ তারিখে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে তিনি খেলবেন কি না, সেই বিষয়ে কোনও কোনও উচ্চবাচ্য করা হয়নি।

Advertisement
দ্বিতীয় টেস্টের জন্য গুয়াহাটি যাবেন গিল? আপডেট দিল BCCIশুভমন গিলের চোট
হাইলাইটস
  • ইডেনে ব্যাট করার সময় চোট পেয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল
  • তারপর থেকেই তাঁর দ্বিতীয় টেস্টের জন্য গুয়াহাটি যাওয়া নিয়ে প্রশ্ন উঠে যায়
  • সেই আশঙ্কাকে দূর করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড

ইডেনে ব্যাট করার সময় চোট পেয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল। তারপর থেকেই তাঁর দ্বিতীয় টেস্টের জন্য গুয়াহাটি যাওয়া নিয়ে প্রশ্ন উঠে যায়। যদিও সেই আশঙ্কাকে দূর করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই-এর তরফ থেকে জানান হয়েছে, গুয়াহাটি যাচ্ছেন শুভমন। তবে ২২ তারিখে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে তিনি খেলবেন কি না, সেই বিষয়ে কোনও কোনও উচ্চবাচ্য করা হয়নি।

আসলে ইডেন টেস্টের শেষ ইনিংসে ব্যাট করার সময় ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমন। তখন তাঁকে ব্যথার জন্য মাঠ ছেড়ে বেরিয়ে আসতে হয়। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা করা হয়। রাখা হয় পর্যবেক্ষণে। অবশ্য পরের দিনই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় গিলকে।

বিসিসিআই মেডিক্যাল টিমের তরফে জানান হয়েছে, গিল চিকিৎসায় ভাল সাড়া দিয়েছেন। তাই তিনি দলের সঙ্গেই ১৯ নভেম্বর গুয়াহাটি যাচ্ছেন। তবে এখনও তাঁর চোটের দিকে লক্ষ রাখবে মেডিক্যাল টিম। তাঁরাই সিদ্ধান্ত নেবেন গিল দ্বিতীয় টেস্টে খেলবেন কি না।

শুভমন গিল

কীভাবে লাগে চোট?

১৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ও ভারত টেস্টে ওয়াশিংটন সুন্দরের উইকেট পড়ার পর মাঠে নামেন গিল। তিনি প্রথম দু'টি বলে কোনও রান করেননি। তারপর ওভারের ৫ নম্বর বলে সাইমন হার্মারকে ব্যাকওয়ার্ড স্কোয়ারলেগ একটা সুইপ মারেন। সেই বলটি পেরিয়ে যায় বাউন্ডারি। তবে এমন পরিস্থিতিতেই ঘাড়ে হাত দিতে দেখা যায় শুভমনকে। শটটি খেলার পরই তিনি ঘাড় ধরে ফেলেন।

যতদূর খবর, এই সময় খুবই ব্যথা হচ্ছিল তাঁর। তাই ৩ বলে ৪ রান করে তিনি মাঠ ছেড়ে বেরিয়ে আসেন। তারপর শোচনীয়ভাবে ম্যাচটি হেরে যায় ভারত। ৩০ রানে এই ম্যাচটি হারে গিল ব্রিগেড। জয়ের জন্য ১২৪ রানও চেজ করতে পারেনি তাঁরা। এই ফলাফলের জন্য আফ্রিকা ১৫ বছর পর ভারতে একটি টেস্ট জিতল।

গিল না খেললে কী হবে?

Advertisement

গুয়াহাটি টেস্ট হল সিরিজ রক্ষার লড়াই। তাই সবাই আশা করছে গিল সেই ম্যাচে খেলবেন। তবে একান্তই যদি তিনি না খেলেন, তাহলে তাঁর জায়গায় ৪ নম্বর পজিশনে খেলতে পারেন ঋষভ পন্থ।

পিচ নিয়ে বিতর্ক চলছে

ইডেনের পিচ নিয়ে এখনও বিতর্ক চলছে। বিশেষজ্ঞদের একাংশ বলছে, এই ধরনের ঘূর্ণি পিচ বানিয়ে নিজের পায়েই কুড়ুল মেরেছে ভারত। যার ফলে ভারতীয় দলের ব্যাটাররাই দাঁড়াতে পারেনি।

যদিও এই দাবি মানতে নারাজ দলের কোচ গৌতম গম্ভীর। তাঁর মতে, পিচে কোনও জুজ ছিল না। বাজে খেলার জন্যই এই ম্যাচে হারতে হয়েছে।

POST A COMMENT
Advertisement