Shukraditya Rajyog Rashi: ৩ রাশির কোটিপতি হওয়ার যোগ, চাকরিতে তরতর করে সাফল্য

তুলা রাশি সূর্যের জন্য দুর্বল হলেও, শুক্র নিজের ঘরে প্রবেশ করায় তৈরি হচ্ছে এক ইতিবাচক যোগ, যা কয়েকটি রাশির জীবনে সৌভাগ্যের পরিবর্তন আনতে পারে। কারা রয়েছেন তালিকায় দেখে নিন।

Advertisement
৩ রাশির কোটিপতি হওয়ার যোগ, চাকরিতে তরতর করে সাফল্যShukra Gochar in Tula Rashi

২০২৫ সালের ২ নভেম্বর আকাশে ঘটতে চলেছে এক বিশেষ জ্যোতিষীয় সংযোগ। সূর্য ও শুক্র একত্রে তুলা রাশিতে প্রবেশ করবে, আর সেই মিলনেই তৈরি হবে ‘শুক্রাদিত্য রাজযোগ’।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই যোগ অত্যন্ত শুভ। সূর্য আত্মবিশ্বাস, সম্মান ও নেতৃত্বের প্রতীক, আর শুক্র প্রেম, সম্পদ, সৌন্দর্য ও বিলাসিতার সূচক।

তুলা রাশি সূর্যের জন্য দুর্বল হলেও, শুক্র নিজের ঘরে প্রবেশ করায় তৈরি হচ্ছে এক ইতিবাচক যোগ, যা কয়েকটি রাশির জীবনে সৌভাগ্যের পরিবর্তন আনতে পারে। কারা রয়েছেন তালিকায় দেখে নিন।

কন্যা রাশি
এই রাজযোগ কন্যা রাশির দ্বিতীয় ঘরে ঘটছে, যা অর্থ ও বাক্যভান্ডারের প্রতীক। এই সময় হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। নতুন আয়ের উৎস খুলে যেতে পারে। বিনিয়োগে মিলবে প্রত্যাশিত ফল। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্ক আসতে পারে, দাম্পত্য জীবনেও থাকবে শান্তি ও আনন্দ। কর্মক্ষেত্রে সম্মান ও প্রশংসা পাওয়ার সম্ভাবনাও প্রবল।

ধনু রাশি
রাজযোগ ঘটছে ধনুর একাদশ ঘরে, অর্থাৎ লাভের ঘরে। এই সময়ে অপ্রত্যাশিত লাভ ও ব্যবসায়িক বৃদ্ধি সম্ভব।
নিজের প্রতিভা প্রদর্শনে পদোন্নতি ও বেতনবৃদ্ধি হতে পারে। সমাজে সম্মান ও প্রভাব বাড়বে। ব্যক্তিগত জীবনও থাকবে আনন্দে ও স্থিতিশীলতায় ভরা।

তুলা রাশি
রাজযোগ তৈরি হচ্ছে তুলার লগ্নে বা প্রথম ঘরে। আপনার ব্যক্তিত্ব ও আকর্ষণ বেড়ে যাবে। অর্থনৈতিক অবস্থার উন্নতিও সম্ভব। যারা শিল্প, সৌন্দর্য বা ফ্যাশন-জগতে যুক্ত, তাঁদের জন্য সময়টি বিশেষ শুভ। তবে সূর্য তুলায় দুর্বল থাকায় ১৬ নভেম্বর পর্যন্ত কিছুটা সতর্ক থাকা ভালো। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাড়াহুড়ো না করাই শ্রেয়।

 

POST A COMMENT
Advertisement