Smriti Mandhana : পলাশের সঙ্গে বিয়ে ভেঙেই দিলেন স্মৃতি, জবাব দিলেন সঙ্গীত শিল্পীও

সমস্ত জল্পনার অবসান। অবশেষে সঙ্গীত শিল্পী পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে দিলেন স্মৃতি মান্ধানা। নিজেই ইনস্টাগ্রামে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

Advertisement
পলাশের সঙ্গে বিয়ে ভেঙেই দিলেন স্মৃতি, জবাব দিলেন সঙ্গীত শিল্পীও বিয়ে বাতিল করলেন স্মৃতি
হাইলাইটস
  • সঙ্গীত শিল্পী পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে দিলেন স্মৃতি মান্ধানা
  • নিজেই ইনস্টাগ্রামে এই সিদ্ধান্তের কথা জানান তিনি

সমস্ত জল্পনার অবসান। অবশেষে সঙ্গীত শিল্পী পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে দিলেন স্মৃতি মান্ধানা। নিজেই ইনস্টাগ্রামে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। তাঁর আরও দাবি, কয়েক সপ্তাহ ধরে জল্পনা-কল্পনার পর বিয়ে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

তবে তাঁদের পারিবারিক গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধও করেছেন স্মৃতি। তাঁর আবেদন, এই পোস্টের পর আর যেন তাঁকে ও তাঁর পরিবার নিয়ে কোনও জল্পনা-কল্পনা না হয়।

স্মৃতি লেখেন, 'গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে প্রচুর জল্পনা-কল্পনা চলছে। আমি মনে করি, এবার আমার এটা নিয়ে মুখ খোলা দরকার। কিছু কথা বলা গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগত বিষয়গুলো নিজের মধ্যে রাখতে ভালোবাসি। আমি এবার স্পষ্টভাবে জানাচ্ছি, আমাদের বিয়েটা বাতিল হয়েছে।' 

এই বিয়ে বা তাঁর সঙ্গে পলাশের সম্পর্ক নিয়ে যেন আর কোনও গুজব না ছড়ায় তারও আবেদন করে স্মৃতি লেখেন, 'আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই। আপনাদের সবার কাছেও আমার এই একই অনুরোধ থাকবে। আপনাদের অনুরোধ করছি, দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন। আমাদের এবার নিজের মতো করে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। সেটাই স্বাভাবিক।' 

বিশ্বকাপজয়ী ক্রিকেটার জানান, তিনি এখন দেশের জন্য খেলতে চান। আরও প্রস্তুতি নিতে চান। সেটাই তাঁর একমাত্র লক্ষ্য। লেখেন, 'আমি বিশ্বাস করি, আমার উপর সবার একটা আশা রয়েছে। আমি যেন খুবপ ভালো ফর্মে থেকে খেলতে পারি। যতদিন সম্ভব দেশের হয়ে খেলা চালিয়ে যেতে চাই, ট্রফি জিততে চাই। আমার মনোযোগ সেদিকেই থাকবে।' 

প্রায় একই সময়ে ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁদের সম্পর্ক ও বিয়ে নিয়ে পোস্ট করেন পলাশও। তিনি লেখেন, 'আমি আমার জীবনে এগিয়ে যাওয়ার এবং ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। সবথেকে পবিত্র বিষয়ে ভিত্তিহীনভাবে গুজব ছড়ানো হয়েছে। সেটা খুব দুর্ভাগ্যের। আমার জীবনের সবচেয়ে কঠিন পর্যায়ের মধ্যে দিয়ে গিয়েছি। তবে আমি সুন্দরভাবে এর মোকাবিলা করব।' 

Advertisement

পলাশ আরও লেখেন, কোনও তথ্য যাচাই না করে বা উৎস না জেনে গুজব ছড়ানো উচিত নয়। যে সব কথা কাউকে আঘাত করে তা বলা উচিত নয়। তারপরই পলাশের হুঁশিয়ারি, 'আমার দল মিথ্যা এবং মানহানিকর বিষয়বস্তু ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে। এই কঠিন সময়ে যাঁরা আমার পাশে সদয়ভাবে দাঁড়িয়েছেন তাদের সকলকে ধন্যবাদ।' 

শুধু পোস্ট করেই ক্ষান্ত থাকেননি স্মৃতি। তিনি ইনস্টাগ্রামে পলাশ মুচ্ছলকে আনফলোও করেছেন। তবে লেখার সময় পর্যন্ত পলাশ তাঁকে অনুসরণ করেছিলেন।

POST A COMMENT
Advertisement