Rohit Sharma Sougata Roy: 'সৌগত রায় কোথায়?' রোহিতকে 'মোটা' বলা TMC সাংসদকে খুঁজছে সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন রোহিত শর্মাকে 'মোটা' বলেছিলেন কংগ্রেস নেত্রী শামা আহমেদ। আর তাঁর সেই বক্তব্য সমর্থন করেছিলেন দমদমের সাংসদ তৃণমূল নেতা সৌগত রায়। দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্লো উইকেটে রোহিতের অধিনায়কচিত ব্যাটিংই ভারতকে এনে দিল আরও একটা আইসিসি ট্রফি। বাধ্য হয়ে সৌগত রায় অভিনন্দন জানিয়েও ট্রোলের মুখে। 

Advertisement
'সৌগত রায় কোথায়?' রোহিতকে 'মোটা' বলা TMC সাংসদকে খুঁজছে সোশ্যাল মিডিয়াসৌগত রায় ও রোহিত শর্মা

ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন রোহিত শর্মাকে 'মোটা' বলেছিলেন কংগ্রেস নেত্রী শামা আহমেদ। আর তাঁর সেই বক্তব্য সমর্থন করেছিলেন দমদমের সাংসদ তৃণমূল নেতা সৌগত রায়। দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্লো উইকেটে রোহিতের অধিনায়কচিত ব্যাটিংই ভারতকে এনে দিল আরও একটা আইসিসি ট্রফি। বাধ্য হয়ে সৌগত রায় অভিনন্দন জানিয়েও ট্রোলের মুখে। 

সোশ্যাল মিডিয়ার সেই ক্ষোভ এতটাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেও ট্যাগ করে সৌগতর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে। শামাকে সমর্থন করে তৃণমূলের অধ্যাপক নেতা বলেছিলেন, 'আমি শুনেছি সাম্প্রতিককালে রোহিত শর্মার ফর্ম খুব খারাপ। তিনি একটি সেঞ্চুরি করেছেন। তাছাড়া তিনি ২, ৩, ৪, ৫ রানেই আউট হয়ে যান। তাঁর দলে থাকার যোগ্যতা নেই। ভারত জিতছে কারণ অন্যান্য খেলোয়াড়রা ভালো খেলছেন, অধিনায়কের কোনও অবদান নেই। শামা মহম্মদ যা বলেছেন তা সত্যি।' তবে এই মন্তব্যে ঢোক গিলতে হয়েছে সৌগতকেই।   

ব্যাট হাতে সৌগত রায় (ফাইল ছবি)
ব্যাট হাতে সৌগত রায় (ফাইল ছবি)

তবে এ নিয়ে ফাইনালের পর সাফাই দিয়েছেন সৌগত। তাঁর দাবি, 'সব ভারতীয়র মতো আমিও আনন্দিত। আমি বলেছিলাম, রোহিত শর্মা ভাল খেলছে না। দলে সুযোগ পাওয়া উচিত নয়। তবে আজ রোহিত শর্মা খুব ভাল খেলেছে। তাকে অভিনন্দন। ভারতের জয়ে ওরও কৃতিত্ব রয়েছে। আমি খুশি হতাম, যদি সেঞ্চুরি করতে পারত। আগে খেলতে পারছিল না, তখন সমালোচনা করেছিলাম। আজ ভাল খেলেছে, অভিনন্দন জানাচ্ছি।'  

এতেও কিন্তু ট্রোলড হচ্ছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা। আসরে নেমে পড়েছে রাজ্যের প্রধান বিরোধী দল, বিজেপি। দোলের নেত্রী কেয়া ঘোষ লিখেছেন, 'রোহিতের এমন বিধ্বংসী ব্যাটিং-এর পেছনে কংগ্রেসের শামা আহমেদ ও তৃণমূলের সৌগত রায়ের ভূমিকা সবচেয়ে বেশি।' তবে রাজনৈতিক তরজা যেমন চলছে, তেমনই সৌগতর বক্তব্যকে নিয়ে সাধারণ মানুষও ট্রোল করতে ছাড়ছেন না। 

অনেকে আবার মনে করেন, দুই রাজনৈতিক নেতারই ক্ষমা চাওয়া উচিত। শামা যদিও সেই কাজটা করে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন আগেই। মুছে দিয়েছেন পুরনো পোস্ট। তবে সৌগত সেই রাস্তায় হাঁটবেন কিনা সেটা কিন্তু এখনও স্পষ্ট নয়।  

Advertisement

POST A COMMENT
Advertisement