Sourav Ganguly: এবার কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়, কবে থেকে দায়িত্ব নিচ্ছেন তিনি?

কিছুদিন আগেই জানিয়েছিলেন, তিনি ভারতীয় দলের (Team India) হেড কোচ হতে চান। আর এবার সেইমতোই কোচের ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারতীয় দলের কোচ না হলেও, দক্ষিণ আফ্রিকার লিগ SA20 লিগের দল ‘প্রিটোরিয়া ক্যাপিটালস’-এর হেড কোচের পদে দেখা যাবে সৌরভকে। ভারতীয় ক্রিকেটে নানা ভূমিকায় দেখা গিয়েছে বাংলার ক্রিকেট আইকনকে। আর এবার একেবারে নতুন ভূমিকায়।

Advertisement
এবার কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়, কবে থেকে দায়িত্ব নিচ্ছেন তিনি?সৌরভ গাঙ্গুলি, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি

কিছুদিন আগেই জানিয়েছিলেন, তিনি ভারতীয় দলের (Team India) হেড কোচ হতে চান। আর এবার সেইমতোই কোচের ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারতীয় দলের কোচ না হলেও, দক্ষিণ আফ্রিকার লিগ SA20 লিগের দল ‘প্রিটোরিয়া ক্যাপিটালস’-এর হেড কোচের পদে দেখা যাবে সৌরভকে। ভারতীয় ক্রিকেটে নানা ভূমিকায় দেখা গিয়েছে বাংলার ক্রিকেট আইকনকে। আর এবার একেবারে নতুন ভূমিকায়।

জোনাথন ট্রটের জায়গায় দায়িত্ব পেলেন
এত দিন এই দলের কোচিংয়ের দায়িত্বে ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জোনাথন ট্রট। কিন্তু তাঁর অধীনে আশানুরূপ সাফল্য পায়নি প্রিটোরিয়া ক্যাপিটালস। চলতি বছরের ২৬ ডিসেম্বর থেকে হেড কোচ হিসেবে অভিষেক হবে দাদার। জোনাথন ট্রটের অধীনে ১০ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয় পেয়েছিল প্রিটোরিয়া ক্যাপিটালস। তাই তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে টিম ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখা হয়, ‘তোমার নেতৃত্ব এবং দলের উন্নতির জন্য নিজেকে উজাড় করে দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ।’

দিল্লি ক্যাপিটালসের মেন্টর ছিলেন
এর আগে অনেক ফ্র্যাঞ্চাইজির মেন্টর বা ডিরেক্টর হিসেবে দেখা গিয়েছে সৌরভকে। ২০১৮-১৯ ও ২০২৩-২৪ IPL মরশুমে দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টর ছিলেন তিনি। এই মুহূর্তে JSW স্পোর্টস গ্রুপের ডিরেক্টর এবং WPL-এ দিল্লি ক্যাপিটালসের মহিলা দলের সঙ্গে যুক্ত তিনি। তবে হেড কোচের পদে এই প্রথম দেখা যাবে তাঁকে।

সৌরভ টালমাটাল অবস্থায় দায়িত্ব নেন
এর আগে ভারতীয় ক্রিকেটের টালমাটাল সময় ক্যাপ্টেন হয়েছিলেন সৌরভ। সেখান থেকে ভারতীয় দলকে দারুণ জায়গায় নিয়ে যান সৌরভ। তাঁর নেতৃত্বে ভারত ২০০৩ সালের বিশ্বকাপে ফাইনালেও উঠেছিল। বিদেশের মাটিতে শাসন করতে শুরু করার স্বপ্ন সৌরভের হাত ধরেই সফল হয়। শুধু তাই নয়, সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) গিয়ে সিরিজ জিততেও শুরু করে টিম ইন্ডিয়া। যেটা এর আগে ভাবাই যেত না। 

বিসিসিআই সভাপতির পদে সৌরভ
এরপর খেলা থেকে অবসর নেওয়ার পর, বিসিসিআই-এর সভাপতি পদেও থেকেছেন তিনি। সেই সময় ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য নানা পদক্ষেপ নেন তিনি। সেই দায়িত্ব থেকে অব্যহতির পর, ভারতীয় দলের কোচ হতে চেয়েছিলেন তিনি। এখন টিম ইন্ডিয়ার হেড কোচের ভূমিকায় রয়েছেন গৌতম গম্ভীর। সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে ভাল পারফর্ম করেছে দল। ফলে এখনই তাঁর সরে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর সেই কারণেই এবার কোচিং-এ নিজের কেরিয়ার গড়া শুরু করে দিলেন বাংলার মহারাজ। 

Advertisement

POST A COMMENT
Advertisement