Sourav Ganguly: 'আলাদা করে কাউকে দোষারোপের প্রশ্নই নেই,' ভারতের হারের কারণ জানালেন সৌরভ

Sourav Ganguly: টেস্ট ক্রিকেটে বড় স্কোর ছাড়া উপায় নেই, মত প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, টেস্টে ১৭০-১৮০ রান করে জেতা সম্ভব নয়। দলের ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলার পরামর্শ দিলেন তিনি।

Advertisement
'আলাদা করে কাউকে দোষারোপের প্রশ্নই নেই,' ভারতের হারের কারণ জানালেন সৌরভভারতের হার নিয়ে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

Sourav Ganguly: টেস্ট ক্রিকেটে বড় স্কোর ছাড়া উপায় নেই, মত প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, টেস্টে ১৭০-১৮০ রান করে জেতা সম্ভব নয়। দলের ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলার পরামর্শ দিলেন তিনি। সৌরভের মতে, '৩৫০-৪০০ রানের মতো বড় স্কোর করতেই হবে। না হলে টেস্ট জেতা সম্ভব নয়।'

মিডল অর্ডার নড়বড়ে

সৌরভের মতে, দলের মিডল অর্ডার ব্যাটসম্যানদের রান করার দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, 'সবাইকে রান করতে হবে। এখানে কাউকে দোষারোপ করার প্রশ্নই ওঠে না। ব্যাট হাতে প্রত্যেককেই নিজের ভূমিকা পালন করতে হবে।'

বিরাট কোহলির অফ-ফর্ম নিয়ে কী বললেন সৌরভ?

বিরাট কোহলির সাম্প্রতিক অফ-ফর্ম নিয়েও সৌরভের মতামত চাওয়া হয়। উত্তরে তিনি বলেন, 'আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না। বিরাট খুব বড় মাপের একজন খেলোয়াড়, কিন্তু এমন পরিস্থিতি তাঁর জীবনেও আসতে পারে। আমি নিশ্চিত, উনি এই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন।'

সিডনি টেস্ট থেকে রোহিতের সরে দাঁড়ানো

রোহিত শর্মার সিডনি টেস্টে না খেলার সিদ্ধান্ত প্রসঙ্গে সৌরভ জানান, 'এটা পুরোপুরি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।উনি নিজেই জানেন যে তাঁর কী করা উচিত।'

কোচ গম্ভীরের ভূমিকা

কোচ গৌতম গম্ভীরকে নিয়ে অনেকে চর্চা করতে শুরু করেছেন। সেই বিষয়ে সৌরভকে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেন, 'দলকে পারফর্ম করতেই হবে। এর বাইরে আর কিছু বলার নেই।'

POST A COMMENT
Advertisement