ইডেন গার্ডেন্সের (Eden Gardens) পিচ নিয়ে নানা বিতর্ক সামনে এসেছে। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) নাকি পছন্দের পিচ পাচ্ছে না। দলে একাধিক স্পিনার নিলেও কলকাতায় স্পিন সহায়ক পিচ পাচ্ছে না তারা। এ ব্যাপারে এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Gangully)। এক অনুষ্ঠানে এসে সৌরভ জানিয়ে দিলেন, হোম অ্যাডভান্টেজ পাওয়া উচিত সব দলের।
এক ওভার বাকি থাকতেই ম্যাচ জেতা উচিত ছিল
পিচ বিতর্কে যদিও সরাসরি মুখ খোলেননি তিনি। এই মরসুমে ইডেনে এ পর্যন্ত ৩ ম্যাচ খেলে দুটিই হেরেছে কেকেআর। শেষ ম্যাচে লখনউ সুপার জানান্টসের বিরুদ্ধে মাত্র ৪ রানে হারের পর কেকেআর ক্যাপ্টেন অজিঙ্কা রাহানের বক্তব্য সেই বিতর্কে ঘি ঢেলে দিয়েছে। কেন হোম অ্যাডভান্টেজ নিতে পারছে না নাইটরা? সৌরভকে প্রশ্ন করা হলে তিনি বলে গেলেন, 'এটা রাহানেকেই জিজ্ঞেস করা উচিত। এই লাস্ট ম্যাচটাই একটা সময় তো রীতিমতো ছুটছিল নাইটরা। অনায়াসে একটা ওভার বাকি থাকতেই ম্যাচটা জেতা উচিত ছিল।'
পাশাপাশি এ ব্যাপারে সংযত প্রতিক্রিয়া সৌরভের। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলির কি হোম অ্যাডভান্টেজ পাওয়া উচিত? প্রশ্নের উত্তরে সৌরভ বললেন, 'হ্যাঁ, কেন পাবে না? কিন্তু এটা আরও অনেককিছুর উপর নির্ভর করে। আমি বুঝতে পারছি প্রশ্নটা কেন করা হচ্ছে, তবে ওই বিতর্ক নিয়ে আমি কিছু বলব না।'
সৌরভ আশাবাদী, নাইটরা এই মরশুমেই ঘুরে দাঁড়াবে। তিনি বলছেন, 'যথেষ্ট সময় আছে, ওদের ভালো ক্রিকেটারও আছে। রাহানে নিজে ভালো ফর্মে। আমার চিন্তা শুরু রিঙ্কু সিংকে এত নিচে ব্যাট করানো নিয়ে।'
আরসিবির বিরুদ্ধে হারের পরই রাহানে নিশানা করেছিলেন কিউরেটর সুজনকে। নাইট অধিনায়কের বক্তব্য ছিল, বাকি ফ্র্যাঞ্চাইজিগুলি যেখানে হোম অ্যাডভান্টেজ পাচ্ছে, সেখানে কেকেআর বঞ্চিত। নাইটদের দাবি ছিল, র্যাঙ্ক টার্নার না হলেও পিচে টুকটাক ঘূর্ণি অন্তত থাকা উচিত। সুজনও সেসময় বলে দেন, ফ্র্যাঞ্চাইজির দাবি মতো পিচ বানাতে তিনি বাধ্য নন।