এবারের আইপিএল-এ (IPL 2025) একেবারেই প্রত্যাশা মতো পারফর্ম করতে পারছে না কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গত মরসুমের চ্যাম্পিয়ন দলকে নিয়ে প্রত্যাশা অনেক বেশি। তবে অজিঙ্কা রাহানের দল খেই হারিয়ে ফেলছে। বড় রান তাড়া করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। তবে এ নিয়ে এখনই চিন্তার কিছু নেই বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
কী বললে সৌরভ?
কেকেআর-এর প্রাক্তন ক্যাপ্টেন মনে করেন, এই দলে প্রচুর তারকা রয়েছে। তবে লোয়ার অর্ডারে রান না পাওয়া একটা বড় সমস্যা রাহানেদের জন্য। আর সেটাই কাটিয়ে উঠতে হবে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এসে সৌরভ বলেন, 'কেকেআর দলে প্রচুর ভাল ক্রিকেটার আছে। রাহানে নিজেই দুর্দান্ত ক্রিকেটার। তবে লোয়ার অর্ডারে একটু সমস্যা হচ্ছে। সেটা কাটিয়ে উঠলেই হবে। এখনও টুর্নামেন্টে অনেকটা বাকি।' পাশাপাশি রিঙ্কু সিং-কে কেন এত পরে নামানো হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন সৌরভ। বলেন, 'আমার মনে হয় রিঙ্কু সিং অনেকটা পড়ে ব্যাট করতে নামছে। কেকেআর থিঙ্ক ট্যাঙ্কে অনেকে আছেন তাঁরা ব্যাপারটা দেখবেন।'
লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে চার রানে হারের আক্ষেপ যাচ্ছে না সৌরভের। তিনি বলেন, 'আমার মনে হয় ওই ম্যাচটা জেতা উচিত ছিল। হেরেছে ২৩৯ চেজ করতে গিয়ে। আমার মনে হয়, ম্যাচটা জেতা উচিত ছিল। আমার মনে হয় কেকেআর দারুণ দল।' পাশাপাশি কুইন্টন ডি ককও ধারাবাহিকতা দেখাতে পারছেন না। তাঁর জায়গায় কি বদল করা উচিত? এ প্রশ্নের উত্তর রাহানের কাছে জিজ্ঞাসা করার পরামর্শ দিলেও সৌরভ বলেন, 'ডি'কক দারুণ ব্যাট করেছিল গুয়াহাটিতে রাজস্থানের বিরুদ্ধে। তাই আমার মনে হয় ডি'কক খুব ভাল। সবে পাঁচটা ম্যাচ হয়েছে। এখনও ৯টা ম্যাচ আছে।'
কেকেআর পাঁচ ম্যাচে দু'টো জিতেছে। হেরেছে বাকি তিন ম্যাচ। গতবারের চ্যাম্পিয়নরা এবারে ছয় নম্বরে। ফলে অনেকটাই চিন্তিত কেকেআর ফ্যানরা।