scorecardresearch
 

Sourav Ganguly On RG Kar Incident: 'জানি না আমার বক্তব্যের...', আরজি কর-কাণ্ডে কটাক্ষের মুখে ব্যাখ্যা সৌরভের

আরজি কর (RG Kar Incident) কাণ্ডে ফের মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। গোটা ঘটনার নিন্দা করে তিনি জানালেন এটা লজ্জাজনক ঘটনা। ১১ আগাস্ট আরজি কর-এর নারকীয় ঘটনা নিয়ে সৌরভ একটি বিবৃতি দিয়েছিলেন। সৌরভ এদিন দাবি করলেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। 

Advertisement
সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। (ফাইল ছবি) সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। (ফাইল ছবি)

আরজি কর (RG Kar Incident) কাণ্ডে ফের মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। গোটা ঘটনার নিন্দা করে তিনি জানালেন এটা লজ্জাজনক ঘটনা। ১১ আগাস্ট আরজি কর-এর নারকীয় ঘটনা নিয়ে সৌরভ একটি বিবৃতি দিয়েছিলেন। সৌরভ এদিন দাবি করলেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। 

সেই সময় কী বলেছিলেন সৌরভ?
সৌরভ সেদিন বলেছিলেন, 'খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, ন্যক্কারজনকও বটে। এমন অপরাধের কোনও ক্ষমা নেই। এই ঘটনায় প্রশাসনের অবিলম্বে পদক্ষেপ উচিত। আসলে এই ধরণের ঘটনা যে কোনও জায়গায় হতে পারে। দুর্ভাগ্যক্রমে ঘটনাটা ঘটল হাসপাতালে। সিসিটিভির ব্যবস্থা থাকা উচিৎ, একইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার থাকা উচিত।' তিনি আরও বলেছিলেন, একটা ঘটনার উপর ভিত্তি করে পুরো সিস্টেম নিয়ে সমালোচনা করাটা ঠিক নয়। বাংলায় মেয়েদের নিরাপত্তা আছে। এমনকী গোটা ভারতেও মেয়েদের নিরাপত্তা রয়েছে। এই ধরণের জঘন্য অপরাধ পৃথিবীর যে কোনও জায়গায় হতে পারে। তবে এই ঘটনা কড়া হাতে মোকাবিলা করতে হবে।
 
তবে এই বক্তব্যের পরেই, ট্রোলড হতে থাকেন সৌরভ। শনিবার এ নিয়ে ফের বিবৃতি দিলেন সৌরভ। তিনি বলেন, 'সিবিআই তদন্ত করছে। এটা লজ্জাজনক ঘটনা। আশা করব সিবিআই তদন্ত করে দোষীদের কঠোর সাজা দেবে। মানুষ যাতে এসব করার ভাবনা চিন্তা না করে। বেদনাদায়ক ঘটানা। সারা বিশ্বে প্রতিবাদ হচ্ছে। চিকিৎসকদের কাজে ফেরা উচিত। অনেক মানুষের চিকিৎসা লাগে। এই বিষয়ে তাঁরা ভাবনা চিন্তা করুন।' পাশাপাশি তাঁকে করা ট্রোলিং নিয়েও নিজের মত প্রকাশ করেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি। তিনি বলেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন ফের বললেন, গত রবিবার আমি এই বিষয়ে মুখ খুলেছিলাম। আমি জানি না আমার বক্তব্যের কী ব্যাখ্যা হয়েছে। আবারও বলছি এই ঘটনা ভয়ঙ্কর। দোষীদের এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে এরকম ঘটনা কেউ ঘটাতে না পারে। তদন্ত চলছে, আশা করব দোষীকে চিহ্নিত করে শাস্তি হবে। যেভাবে মানুষ প্রতিবাদ করছেন এ ঘটনা পৃথিবীর যেকোন প্রান্তে হলে এভাবেই মানুষ গর্জে উঠতেন।'

Advertisement

পাশাপাশি ডাক্তারদের কর্মবিরতি নিয়েও মুখ খুলেছেন সৌরভ। তিনি বলেন, 'ডাক্তারদের যে আন্দোলন চলছে সেই প্রসঙ্গে সৌরভ বলেন, সেই দিকটাও চিকিৎসকদের ভাবা উচিত। কারণ প্রচুর মানুষ চিকিৎসকদের মুখের দিকে চেয়ে থাকেন চিকিৎসা না হলে সে ক্ষেত্রেও প্রচুর অসুস্থ মানুষদের অসুবিধে হয়।' 
 

আরও পড়ুন

Advertisement